Marigold Floriculture: ধান-আলুর বদলে গাঁদা ফুলে সুদিন! হাতে আসছে অনেক টাকা, মুখে হাসি বর্ধমানের চাষিদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
রাজ্য তো বটেই দেশের অন্যতম ধান উৎপাদক জেলা এই পূর্ব বর্ধমান কিন্তু এবার ধান,আলুর সহ অন্যান্য ফসলের পাশাপাশি গাঁদা ফুল চাষ করে স্বনির্ভর হচ্ছেন জেলার চাষিরা।
চাষিমানা, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: ‘ধানের গোলা’ পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গের কৃষি মানচিত্রে এক বিশেষ স্থান দখল করে এই জেলা তাই পূর্ব বর্ধমানকে বলা হয় রাজ্যের ‘শস্য ভাণ্ডার’ বা ‘রাইস বোল অফ বেঙ্গল’। রাজ্য তো বটেই দেশের অন্যতম ধান উৎপাদক জেলা এই পূর্ব বর্ধমান কিন্তু এবার ধান, আলু-সহ অন্যান্য ফসলের পাশাপাশি গাঁদা ফুল চাষ করে স্বনির্ভর হচ্ছেন জেলার চাষিরা। দামোদর তীরবর্তী এলাকায় অন্যান্য ফসলের পাশাপাশি জমিতে ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন পূর্ব বর্ধমান জেলার চাষিমানা এলাকার চাষিরা। এমনকি এই চাষে সারের খরচও অন্যান্য চাষের থেকে অনেকটাই কম বলে দাবি চাষিদের।
চারপাশে জমিতে ধান, আলু ও নানা সবজি আর তারই মাঝে জমিতে চাষ হচ্ছে উজ্জ্বল কমলা ও হলুদ রঙের গাঁদা ফুল। শুধু আলু বা ধান চাষের উপর নির্ভরশীল না হয়ে, চাষিমানা এলাকার কৃষকরা এখন গাঁদা ফুল চাষে পেয়েছেন নতুন পথের সন্ধান। অল্প খরচে, কম সময়ে, অধিক লাভের এই নতুন কৌশল শুধু তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যই দিচ্ছে না, বরং কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সারাবছর অন্যান্য বিভিন্ন চাষ করলেও শীতের মরশুমে তারা করছেন গাঁদা ফুলের চাষ।
advertisement
advertisement
রানাঘাট ও মেদিনীপুর থেকে চারা নিয়ে আসেন কৃষকরা এবং সেই গাছ জমিতে বসান। আবার অনেক সময় একবার গাছ হলে তার শিকড় কাটিং করেও বসানো যায় নতুন গাছ। এক একটি গাছে ফুল হয় প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত। তারপর আবার বসাতে হয় নতুন গাছ। ফুল আসতে সময় লাগে এক থেকে দেড় মাস, কিন্তু গাছে ফুল এলে তিন থেকে চার দিন অন্তর ফুল তুলতে পারবেন গাছ থেকে যা বাজারে প্রতি কিলো ৫০ টাকা থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। এক চাষি জানান, আষাঢ় মাসে প্রথম গাছ লাগিয়েছিলেন জমিতে। গাছে ফুল আসার পর থেকে ৩০ থেকে ৫০ কেজি করে ফুল উঠে জমি থেকে। পুজোর মরশুমে ৪০০-৫০০ টাকা কেজি হিসাবে বিক্রি হয়, এখন ৫০-৬০ টাকা হিসাবে বিক্রি হয়। পাশাপাশি তিনি আরও বলেন, ধান বা আলু চাষের থেকে লাভ বেশি তাই ফুলের চাষ করছি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চাষিমানা এলাকার চাষিদের এই সাফল্য প্রমাণ করে যে, প্রচলিত ফসলের বাইরেও বিকল্প চাষের সম্ভাবনা কতটা উজ্জ্বল। তাদের এই উদ্যোগ শুধু স্থানীয় চাষিদের জন্য অনুপ্রেরণা নয়, বরং রাজ্যের অন্যান্য প্রান্তের চাষিদের কাছেও এক নতুন দিশা দেখাতে পারে। গাঁদা ফুল চাষের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছেন তারা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
November 08, 2025 6:46 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Marigold Floriculture: ধান-আলুর বদলে গাঁদা ফুলে সুদিন! হাতে আসছে অনেক টাকা, মুখে হাসি বর্ধমানের চাষিদের
