Fuchka: একটি-দু'টি নয়, এবার ১ টাকায় ৫টি ফুচকা মিলছে বর্ধমানের দোকানে! তবে রয়েছে শর্ত

Last Updated:

আট থেকে আশি মুচমুচে, টক-ঝাল-মিষ্টি স্বাদের ফুচকা খেতে ভালবাসেন না এরকম মানুষ বোধ হয় খুব কমই আছেন। আর সেই ফুচকাপ্রেমীদের জন্য সুখবর!

+
ফুচকা

ফুচকা

পূর্ব বর্ধমান, সায়নী সরকার: মুখরোচক খাবারের কথা এলেই সবার আগে যে নামটা আসে, তা হল আমাদের সকলের প্রিয় ফুচকা! আট থেকে আশি মুচমুচে, টক-ঝাল-মিষ্টি স্বাদের ফুচকা খেতে ভালবাসেন না এরকম মানুষ বোধ হয় খুব কমই আছেন। আর সেই ফুচকাপ্রেমীদের জন্য সুখবর! এবার এক টাকায় মিলবে ফুচকা! তাও আবার একটা-দুটো নয় পাঁচটা। শুনে অবাক হচ্ছেন তো? ভাবছেন এই দুর্মূল্যের বাজারে এটাও কি সম্ভব? শুনে আশ্চর্য লাগলেও এবার এক টাকায় মিলছে পাঁচটা ফুচকা বর্ধমানে। এছাড়াও স্পেশ্যাল ফুচকা, দই ফুচকা-সহ বিভিন্ন আইটেমে থাকছে নানা অফার।
বর্ধমান শহরের পুলিশ লাইন এলাকায় ফুচকা বিক্রি করেন স্বামী-স্ত্রী রানা দাস ও বিকাশ দাস। বছর পাঁচেক আগে বিকাশ দাসের শারীরিক অসুস্থতার কারণে অপারেশনের পর কর্মহীন হয়ে পড়েছিলেন। তখন থেকেই শুরু এই ফুচকার দোকান। বর্তমানে কম বেশী সকলেই প্রায় চেনেন এই দোকান। বিকেল পাঁচটা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত খোলা থাকে দোকান আর দোকান খোলা থেকে বন্ধ করা পর্যন্ত ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন দু’জনেই।
advertisement
advertisement
দোকান মালিক রানা দাস জানান, “পাঁচ বছর আগে আমার স্বামীর অপারেশন হয়, খুব চিন্তায় পড়ে যায় কী কাজ করব, তখনই ভাবনা আসে ফুচকার দোকান করব। সেই থেকে আমাদের এই দোকান। বর্তমানে আমাদের দোকানে এক টাকা পাঁচটা ফুচকা, ১০ টাকায় স্পেশ্যাল ফুচকা দেওয়া হয়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এমন সুবিধা পাওয়ার জন্য রয়েছে একটি শর্ত, দোকান খোলার পরে যে ক্রেতা প্রথম আসবেন শুধু মাত্র তাকেই দেওয়া হবে এই অফারটি। বিকাশ দাসের অসুস্থতার পর কর্মহীনতা থেকে শুরু করে আজ এই জনপ্রিয়তা, রানা ও বিকাশ দাসের এই ফুচকার দোকানটি যে তাদের অদম্য মনোবল ও ভালবাসার এক সাক্ষী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fuchka: একটি-দু'টি নয়, এবার ১ টাকায় ৫টি ফুচকা মিলছে বর্ধমানের দোকানে! তবে রয়েছে শর্ত
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement