মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই রাজ্যের গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা আরও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা হচ্ছে। শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে এই ইউনিট চালু হওয়ায় এলাকার মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবাও আরও শক্তিশালী হবে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই পাবলিক হেলথ ইউনিটে সিবিসি, লিভার, কিডনি, সুগারসহ বিভিন্ন রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। আগে যেখানে এই পরীক্ষার জন্য সাধারণ মানুষকে কালনা মহকুমা হাসপাতাল কিংবা বেসরকারি ল্যাবে যেতে হত, এখন সেসব পরীক্ষাই হবে স্থানীয় গ্রামীণ হাসপাতালেই।
advertisement
আরও পড়ুন : বীরভূমবাসীর জন্য সুখবর! সিউড়ি সদর হাসপাতালে খুলছে অত্যাধুনিক ১০ শয্যার ডায়ালিসিস কেন্দ্র
বিএমওএইচ সিন্যক সোম বলেন, “আজ থেকেই শ্রীরামপুর হাসপাতালে ল্যাবরেটরির কাজ শুরু হয়েছে। কোনও রোগীর সমস্যা দেখা দিলে এখান থেকেই প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করা যাবে একেবারে বিনামূল্যে। আশা করছি, এই উদ্যোগে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন।”গ্রামের সাধারণ মানুষ এই উদ্যোগকে ইতিমধ্যেই সাদরে গ্রহণ করেছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, “এতদিন আমাদের কালনা যেতে হত রক্ত পরীক্ষার জন্য। এতে সময় ও খরচ দুটোই বেশি হত। এখন এখানেই পরীক্ষা করা গেলে অনেক সুবিধা হবে। সরকারের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্বাস্থ্য দফতর সূত্রে আরও জানা গিয়েছে, ধীরে ধীরে এই পরিষেবার পরিধি আরও বাড়ানো হবে, যাতে গ্রামের প্রতিটি মানুষ ন্যূনতম স্বাস্থ্য সুবিধা পেতে পারেন। গ্রামীণ এলাকার মানুষের হাতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পৌঁছে দিয়ে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল এখন যেন এক নতুন অধ্যায়ের সূচনা করল। এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের জনস্বাস্থ্য ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে বলে মনে করছেন অনেকেই।






