Father-Daughter: চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন চন্দ্রকোনার বাবা
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Father-Daughter: গাড়ি থেকে মুখ বন্ধ অবস্থায় বস্তা বের করে সোজা হাজির শোরুমে, সঙ্গে সঙ্গে রে রে কাণ্ড এলাকায়, সকলেই ছুটছে শোরুমের দিকে।
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: গাড়ি থেকে মুখ বন্ধ অবস্থায় বস্তা বের করে সোজা হাজির শো রুমে। সঙ্গে সঙ্গে রে রে কাণ্ড পড়ে গেল এলাকায়। মুখ বন্ধ অবস্থায় কী রয়েছে তা জানতে কৌতুহল বাড়ে মানুষজনদের মধ্যে। একজন বাবার ভালবাসার গল্প! তিনি তিন বছর ধরে জমান ১০ টাকার কয়েন দিয়ে মেয়েকে স্কুটি কিনে দিলেন। এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় ঘটেছে। বাবা ও মেয়ে গাড়ি থেকে মুখ বন্ধ অবস্থায় বস্তা বের করে শো রুমে হাজির হন। টাকা গুনতে হিমশিম খেতে হল শো রুমের কর্মীদের।
আরও পড়ুনঃ CBSE না ICSE না State! কোন শিক্ষা বোর্ডের পড়াশোনা কেমন? সন্তানকে স্কুলে ভর্তির আগে জেনে নিন
এই ঘটনাটি সকলকে হতবাক করে দিয়েছে। চন্দ্রকোনা থানার মৌলা পরমানন্দপুর এলাকায় বাবা-মেয়ের বাড়ি। সুষমা চৌধুরী ও তাঁর বাবা শনিবার বিকেল নাগাদ বাইক কিনতে চন্দ্রকোনার অনু অটো সেন্টারে হাজির হন। ১০ টাকার কয়েন ৬৯ হাজার টাকা এবং আরও কিছু গচ্ছিত অর্থ দিয়ে কিনলেন স্কুটি গাড়ি। এই ঘটনাটি দেখে সকলেই অবাক হয়ে যান। সকলেই বাবার এই ভালবাসার প্রশংসা করছেন। চন্দ্রকোনার শো রুমে বাইক কেনার এমন কীর্তিতে হতবাক সকলে। তিন বছর ধরে জমান টাকা দিয়ে মেয়েকে মোটর বাইক কিনে দিলেন বাবা। চন্দ্রকোনা থানার মৌলা পরমানন্দপুর এলাকায় তাঁদের বাড়ি। সুষমা চৌধুরী ও তাঁর বাবা বিকেল নাগাদ বাইক কিনতে চন্দ্রকোনার অনু অটো সেন্টারে হাজির হন । এ এক অন্যরকম ঘটনার সাক্ষী থাকল সবাই।
advertisement
advertisement
বাবার অকৃত্রিম ভালবাসা আর মেয়ের বাঁধভাঙা খুশি রয়ে গেল শোরুমের সকলের স্মৃতির পটে। স্কুটি গাড়ি কেনার এমন পদ্ধতিতে হতবাক সকলে। তবে বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয় আজ আবারও একবার প্রমাণিত হল। পেশায় চা দোকানি চন্দ্রকোনার মৌলা গ্রামের বাসিন্দা বাচ্চু চৌধুরী বলেন মেয়ের ইচ্ছে ছিল স্কুটি বাইক কেনার। বারবার আবদার করে কেনার জন্য ছোট্ট চায়ের দোকান চালিয়ে স্কুটি গাড়ি কেনার সাধ্য আমার ছিল না। তবে মেয়েকে কথা দিয়েছিলাম কিনে দেব। তাই আস্তে আস্তে পয়সা জমাতে শুরু করি। আর সেই টাকা দিয়েই মেয়ের ইচ্ছে পূরণ করলাম।
advertisement
বাড়িতে একটি স্কুটি গাড়ির খুবই প্রয়োজন ছিল মেয়ের পড়াশোনা থেকে দোকানপত্র যাওয়া অসুবিধায় পড়তে হত। তাই এই স্কুটি গাড়ি নেওয়া। স্কুটি গাড়ি কেনার পর খুশি মেয়ে। মেয়ে বলে বাবার কাছে আবদার করেছিলাম দেরিতে হলেও বাবা, সেই আবদার পূরণ করেছে এতেই আমি খুশি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2025 4:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Father-Daughter: চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন চন্দ্রকোনার বাবা
