TRENDING:

Siliguri News: আসছে বড়দিন! চার্লি সেট তৈরির ব্যস্ততা তুঙ্গে শিল্পীদের, দেখুন সেই প্রস্তুতি মুহূর্তের কাজ

Last Updated:

প্লাস্টার অফ প্যারিস দিয়েই মূলত এই চার্লি সেটগুলি তৈরি করা হয়। নভেম্বর মাস থেকেই এই কাজ শুরু হয়ে যায় । মূলত ২৫শে ডিসেম্বরই এই চার্লি সেটের প্রয়োজনীয়তায় সকলের অর্ডার দেয় তাই এই সময়টাতেই মূল চাহিদা থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই ২৫ শে ডিসেম্বর। বড়দিনের আনন্দে মেতে উঠবে সকলে। এই দিনটিতে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি উৎসব আনন্দে মেতে ওঠে বাঙালি ও অবাঙালিরাও।
advertisement

২৫শে ডিসেম্বরের আগে থেকেই অন্যান্য শহরের মতন সেজে ওঠে শহর শিলিগুড়ি এবং শহরের বিভিন্ন গির্জাগুলো। আর এই গির্জা সাজের মূল আকর্ষণ হল চার্লি সেট।

তাই প্রতি বছর বড়দিনের আগে চার্লি সেট তৈরি করার ব্যস্ততা লক্ষ্য করা যায় শহর শিলিগুড়ির শিল্পীদের মধ্যে।  যীশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণটা ফুটিয়ে তোলা হয় চার্লি সেটের মাধ্যমে আর সেই চার্লি সেটের মধ্যে থাকে ছোট্ট যিশু পরি থেকে শুরু করে নানান জিনিস।

advertisement

তাই জোর কদমে চলছে চার্লি সেট তৈরির প্রস্তুতি। প্রতিবছর বড় দিনের আগেই চার্লি সেটের পুতুল গুলি তৈরি করার কাজ শুরু হয়। মা মেরি পরি, ছোট্ট যীশু সহ নানান রংবেরঙের পুতুল থাকে এই সেটে। সেগুলি বানাতে এখন চরম ব্যস্ততা শিল্পীদের মধ্যে।

প্লাস্টার অফ প্যারিস দিয়েই মূলত এই চার্লি সেটগুলি তৈরি করা হয়। নভেম্বর মাস থেকেই এই কাজ শুরু হয়ে যায় । মূলত ২৫শে ডিসেম্বরই এই চার্লি সেটের প্রয়োজনীয়তায় সকলের অর্ডার দেয় তাই এই সময়টাতেই মূল চাহিদা থাকে।

advertisement

চার্লি সেট প্রস্তুতকারক শিল্পী সারিতা ভগত জানিয়েছেন , “প্রতিবছরই ২৫ ডিসেম্বরের সময় প্রচুর অর্ডার আসে এই চার্লি সেটের। তাই আমরা একমাস আগে থেকেই এই কাজ শুরু করে দিই। তবে এখন কর্মীর অভাবে চাহিদা অনুযায়ী পরিষেবা দিতে পারছি না ।”

মূলত ১৪ পিসের একটি সেট হয় । এগুলি ৩৫০ থেকে ৪০০ টাকা দরে পাইকারি রেটে বাজারে বিক্রি করেন ইনারা।ইতিমধ্যেই মালবাজার, ধূপগুড়ি, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌছে যাবে এই পুতুল। তারপর সাজানো থাকবে বিভিন্ন দোকানে। সেখান থেকেই পৌঁছে যাবে চার্চগুলিতে। যেখানে মূল আকর্ষণই থাকবে এই চার্লি সেট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফিল্মি কায়দায় অস্ত্র ঠেকিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গেল যুবক! পরের ঘটনা জানুন
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: আসছে বড়দিন! চার্লি সেট তৈরির ব্যস্ততা তুঙ্গে শিল্পীদের, দেখুন সেই প্রস্তুতি মুহূর্তের কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল