TRENDING:

Malda News: খাবারের নাম 'ভাটের...' তন্নতন্ন করে খুঁজলেও পাবেন না! আবার উপকার শুনলে লুফে নেবেন

Last Updated:

শুধুমাত্র মালদহ শহরের ফুলবাড়ি কার্তিক পুজার মেলায় পাওয়া যায় এই খাবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: খুঁজে পাবেন না এই খাবার। স্থানীয়রাও এক বছর অপেক্ষায় থাকেন এই খাবারের জন্য। এমনকি কোন বাজারে বা মার্কেটেও পাওয়া যায় না। বছরের এক সময় শুধুমাত্র মেলাতেই পাওয়া যায়। তবুও আবার যেকোন মেলায় নয়। শুধুমাত্র মালদহ শহরের ফুলবাড়ী কার্তিক পুজোর মেলায় পাওয়া যায়। প্রায় ৩০০ বছরের প্রাচীন এই মেলা। আর এখানেই পাওয়া যায় ভাটের খই। শালুক ফুল থেকে এই ফল হয়। স্থানীয় ভাষায় ভাটের ফল নামেই পরিচিত। সুস্বাদু এই ফলের খইয়ের জন্য বিখ্যাত মালদহ শহরের ফুলবাড়ী কার্তিক পুজোর মেলা। ক্রেতা তাপস সাহা বলেন, এক বছর অপেক্ষায় থাকতে হয় এই খাবার খাওয়ার জন্য। অনেক উপকারী এই খাবার। আর অন্য কোথাও পাওয়া যায় না। ফুলবাড়ি কার্তিক পুজোর মেলাতেই পাওয়া যায় এখানেই কিনি আমরা।
advertisement

ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবারে সমৃদ্ধ শালুক ফল। পুষ্টিগুণে ভরপুর এই ফল শরীরের গঠনের জন্য খুব উপকারী। শরীরের হাড়, দাঁত শক্ত করে, স্নানু কর্ম ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে এই ফল। পুষ্টিগুণে ভরপুর এই জলজ ফলের খইয়ের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। তবে সাধারণ কোথাও পাওয়া যায় না। মালদহ শহরের ফুলবাড়ি মেলায় কয়েক ক্যুইন্ট্যাল খই বিক্রি হয়। মেলায় প্রায় একমাস ধরে বিক্রি হয়। এই খই ওজনে খুব হালকা। খুব ছোট ছোট শালুক ফলের বীজ। খইয়ের আকার যেমন ছোট তেমনি ওজনেও হালকা। তবে বাজারে চাহিদা খুব। বিক্রেতা বরুন চৌধুরী বলেন, এই বছর ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রায় একমাস ধরে আমরা বিক্রি করি এখানে। সমস্ত বিক্রি হয়ে যায়। আর অন্য কোথাও পাওয়া যায় না এই ভাটের খই।

advertisement

আরও পড়ুন: বেসনের তৈরি ঝুরিতে গুড় বা চিনির প্রলেপ, জিভে জল মুচমুচে ঝুরির টানে মেলায় ভিড়!

আরও পড়ুন: চাকা ছাড়াই গড়িয়ে চলেছে ৪২ ফুটের মা কালী! কিন্তু কীভাবে? জানলে চমকে যাবেন

View More

প্রতিবছর মালদহ সহ আশেপাশের বাসিন্দারা এই খই কেনার জন্য অপেক্ষায় থাকেন। মেলায় ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভাটের খই। অনেকেই বেশি বেশি করে কিনে বাড়িতে মজুত করে রাখছেন। কারণ মেলা শেষে আবার এক বছর পর মিলবে এই খাবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশীয় প্রযুক্তিতে আলু চাষে নতুন দিগন্ত! ১ মেশিনে চাষিদের ৩ মুশকিল আসান
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: খাবারের নাম 'ভাটের...' তন্নতন্ন করে খুঁজলেও পাবেন না! আবার উপকার শুনলে লুফে নেবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল