Mamata Banerjee on SIR: ‘আমার গলা কেটে দিতে পারেন, কিন্তু...,’ উত্তরবঙ্গ থেকে ফের সুর চড়ালেন মমতা! বললেন, ‘সুপার এমারজেন্সি’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এদিন গোটা বিষয়টিকে ‘সুপার এমারজেন্সি’ হিসাবে আখ্যা দিয়ে সব রাজ্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান মমতা৷ এদিন উত্তরবঙ্গের একটি প্রশাসনিক বৈঠকে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন কমিশন সমস্ত আধিকারিকদের ব্যস্ত করে রেখেছে৷
কলকাতা: গত মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া অর্থাৎ, এসআইআর৷ শুরু থেকেই যা ঘিরে উদ্বেগ এবং উষ্মাপ্রকাশ করতে দেখা গিয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বিহারে এসআইআর শুরুর সময়েই দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য সেখানে থাকা মুখ্যমন্ত্রী ডেকেছিলেন সাংবাদিক বৈঠক৷ বঙ্গে এসআইআর শুরুর দিনও মিছিলে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে৷ তাঁর বাড়িতে এনুমারেশন ফর্ম এলেও মমতা জানিয়েছেন, ‘যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না৷’ সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে সেখানেও বক্তৃতা করার সময় এসআইআর নিয়ে একই রকম কড়া প্রতিক্রিয়া জানাতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷
এদিন গোটা বিষয়টিকে ‘সুপার এমারজেন্সি’ হিসাবে আখ্যা দিয়ে সব রাজ্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান মমতা৷ এদিন উত্তরবঙ্গের একটি প্রশাসনিক বৈঠকে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন কমিশন সমস্ত আধিকারিকদের ব্যস্ত করে রেখেছে৷ আগামী ৩ মাস তাঁর আর কোনও কাজই করতে পারছেন না৷ এতে সরকারের প্রশাসনিক কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে৷ সেই কারণে গোটা প্রক্রিয়া স্থগিত করার দাবি তোলেন মমতা৷
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা ইচ্ছাকৃতভাবে মানুষকে কালিমালিপ্ত করা! এতগুলো মানুষ মারা গিয়েছে, নির্বাচন কমিশনের কাছ থেকে একবারের জন্যেও দুঃখপ্রকাশের কথা জানানো হয়নি৷ এরপরেই মমতার উক্তি, ‘‘আমাকে জেলে পাঠাতে পারেন, অথবা গলাও কেটে দিতে পারেন, কিন্তু, একটাও প্রকৃত ভোটারের নাম কাটবেন না৷’’
advertisement
২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন৷ ভোটের আগে এই ভাবে এসআইআর করাকে ‘ভোটবন্দি’ তকমা দিয়েছেন মমতা৷ এদিন জিএসটি-কেও ‘ব্লান্ডার’অর্থাৎ বিরাট ভুল বলে দাবি করে জিএসটি তুলে নেওয়ার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 10, 2025 7:22 PM IST

