PM Modi : বিহারের নির্বাচনী ময়দানে (Bihar Election) এবার আরও তীব্র হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আক্রমণ। শনিবার সীতামারির এক নির্বাচনী সভায় তিনি আরজেডি-র (RJD) বিরুদ্ধে তোপ দেগে বলেন, “এনডিএ যেখানে যুবসমাজকে কম্পিউটার ও খেলার সরঞ্জাম দিচ্ছে, সেখানে আরজেডি তাদের হাতে তুলে দিতে চায় পিস্তল।”
Last Updated: November 08, 2025, 16:51 IST