TRENDING:

Potato Farming: দেশীয় প্রযুক্তিতে আলু চাষে নতুন দিগন্ত! কম সময় ও খরচে দ্বিগুণ ফলন, ১ মেশিনে চাষিদের ৩ মুশকিল আসান

Last Updated:

Potato Farming Machine: দেশীয় প্রযুক্তিতে তৈরি আলু লাগানোর মেশিনের হাত ধরে কৃষিকাজে খুলছে নতুন দিগন্ত। আধুনিক প্রযুক্তি বদলে দিচ্ছে কৃষির চেহারা। সময়, শ্রম ও খরচ - তিন দিক থেকেই উপকৃত হচ্ছেন চাষিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দেশীয় প্রযুক্তিতে তৈরি আলু লাগানোর মেশিনে চাষিদের নতুন স্বপ্ন – গড়বেতায় জনপ্রিয়তার শিখরে নতুন উদ্ভাবন। আধুনিক প্রযুক্তির হাত ধরে বদলে যাচ্ছে কৃষির চেহারা। চাষাবাদ এখন আর কেবল পরিশ্রম নির্ভর নয়, বরং প্রযুক্তি নির্ভর এক উন্নত প্রক্রিয়া। সেই ধারাতেই এবার গড়বেতার কৃষকদের মুখে হাসি ফোটাল দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক আলু লাগানোর মেশিন। স্থানীয় উদ্ভাবক ও কারিগরদের উদ্যোগে তৈরি এই মেশিন বর্তমানে গড়বেতা অঞ্চলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।
advertisement

আলু লাগানোর মরশুমে বাজারে এই মেশিন কিনতে কৃষকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চাষিদের মতে, এই যন্ত্রের সাহায্যে আলু লাগানোর কাজ আগের তুলনায় অনেক সহজ, দ্রুত ও সাশ্রয়ী হয়েছে। এক কৃষক জানিয়েছেন, “আগে আলু লাগাতে পাঁচজন মতো শ্রমিক লাগত, এখন এই মেশিনের সাহায্যে একাই পুরো কাজটা করা যায়। ফলে সময় ও খরচ দুইই বাঁচছে।”

advertisement

আরও পড়ুনঃ কম খরচে বেশি ফলন! পঞ্জাবের প্রসিদ্ধ আলু বীজ এখন চন্দ্রকোনার বাজারে, চাষিদের পোয়া বারো

মেশিনটির কার্যপদ্ধতি তুলনামূলকভাবে সহজ। এটি ট্রাক্টরের সঙ্গে সংযুক্ত করে চালান যায়। নির্দিষ্ট দূরত্বে সারি ধরে আলু ফেলে দেয় এবং একসঙ্গে মাটি চাপা দেওয়ার কাজও সম্পন্ন করে। ফলে একবারেই পুরো লাগানোর প্রক্রিয়া শেষ হয়ে যায়। চাষিদের দাবি, এই মেশিন ব্যবহারে দিনে দ্বিগুণ হারে চাষ সম্ভব হচ্ছে।

advertisement

আগে যেখানে কয়েক একর জমিতে আলু লাগাতে তিন-চার দিন সময় লাগত, এখন তা এক-দেড় দিনের মধ্যেই সম্পন্ন হচ্ছে। এতে উৎপাদনও বেড়েছে এবং শ্রমিক নির্ভরতা কমেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় মেশিনটির দামও কৃষকবান্ধব। ছোট ও মাঝারি কৃষকরা সহজেই এটি কিনতে পারছেন। গড়বেতার স্থানীয় বাজারে এই মেশিনের চাহিদা এতটাই বেড়েছে যে, অনেক জায়গায় আগাম বুকিংয়ের ব্যবস্থা করতে হচ্ছে বিক্রেতাদের।

advertisement

আরও পড়ুনঃ দীর্ঘদিনের সমস্যা সমাধানের ‘পথ’ খুঁজলেন গ্রামবাসীরা নিজেই, চাঁদা তুলে হল কাজ, চন্দ্রকোনায় ‘বড়’ মুশকিল আসান

কৃষি দফতরের এক আধিকারিক জানান, “দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই মেশিন কৃষিক্ষেত্রে এক বড় দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে কৃষির উৎপাদন বাড়বে, শ্রমের খরচ কমবে এবং কৃষকরা আরও উৎসাহী হবেন আধুনিক যন্ত্র ব্যবহারে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জেলার বুকে একটুকরো পার্ক স্ট্রিট! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, দেখুন
আরও দেখুন

গড়বেতার এই উদ্ভাবন এখন অনেক কৃষকের কাছে নতুন আশার প্রতীক। স্থানীয়ভাবে তৈরি হওয়ায় এর রক্ষণাবেক্ষণও সহজ এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সহজলভ্য। চাষিরা বলছেন, প্রযুক্তির এই সাফল্য শুধু কৃষিকে নয়, তাদের জীবনযাপনকেও বদলে দিতে পারে। সময়, শ্রম ও খরচ – তিন দিক থেকেই উপকৃত হচ্ছেন তারা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Potato Farming: দেশীয় প্রযুক্তিতে আলু চাষে নতুন দিগন্ত! কম সময় ও খরচে দ্বিগুণ ফলন, ১ মেশিনে চাষিদের ৩ মুশকিল আসান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল