BLO Death in Bankura: বাঁকুড়ার রানিবাঁধের স্কুলে উদ্ধার বিএলও-র দেহ! ৫০ জনের প্রাণ কাড়ল এসআইআর-এর চাপ, অভিযোগ তৃণমূলের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রানিবাঁধের রাজাকাটার ২০৬ নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন ওই স্কুলশিক্ষক৷
এসআইআর কাজের চাপে আরও একজন বিএলও-এর আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার রানিবাঁধে৷ মৃত ওই বিএলও-র নাম হারাধন মণ্ডল৷ তিনি পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন৷
পুলিশ জানিয়েছে, রানিবাঁধ ব্লকের রাজাকাটার যে স্কুলে ওই বিএলও চাকরি করতেন, রবিবার সেখানেই তাঁর দেহ উদ্ধার হয়৷ দেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ৷ সেখানে মৃত বিএলও-র নামে সাক্ষরও রয়েছে৷ ওই সুইসাইড নোটে লেখা রয়েছে, বিএলও হিসেবে কাজের চাপ সামাল দিতে না পেরেই চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই স্কুলশিক্ষক৷
জানা গিয়েছে, রানিবাঁধের রাজাকাটার ২০৬ নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন ওই স্কুলশিক্ষক৷ পুলিশ ওই সুইসাইড নোটটি বাজেয়াপ্ত করেছে৷ মৃত বিএলও-র দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
advertisement
advertisement
বাঁকুড়ার ওই বিএলও-র মৃত্যুর ঘটনাকে তুলে ধরে এক্স হ্যান্ডেলে নির্বাচন কমিশনের ভূমিকার এবং এসআইআর প্রক্রিয়ার কড়া সমালোচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
এক্স হ্যান্ডেলে অভিষেক অভিযোগ করেছেন, এসআইআর প্রক্রিয়া তড়িঘড়ি করতে গিয়ে বিএলও-দের অমানুষিক কাজের চাপের মুখোমুখি ফেলে দিয়েছে কমিশন৷ অভিষেক লিখেছেন, একটি সুষ্ঠু পদ্ধতির মধ্যে দিয়ে যে কাজ সম্পন্ন করা যেত, তা না করে শুধুমাত্র একটি দলের চাপ এবং একজন ব্যক্তির জেদের কাছে নতিস্বীকার করল নির্বাচন কমিশন৷ অভিষেক আরও অভিযোগ করেছেন, এসআইআর-এর চাপের জন্য এই নিয়ে ৫০ জনের মৃত্যু হল!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2025 12:15 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BLO Death in Bankura: বাঁকুড়ার রানিবাঁধের স্কুলে উদ্ধার বিএলও-র দেহ! ৫০ জনের প্রাণ কাড়ল এসআইআর-এর চাপ, অভিযোগ তৃণমূলের









