Christmas Carnival: কলকাতার আদলে পুরুলিয়ায় ক্রিসমাস কার্নিভাল! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, রইল ঝলক
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Purulia Christmas Carnival 2025: ক্রিসমাস আবহকে আরও বেশি সমৃদ্ধ করে তুলতে পুরুলিয়া শহরে অনুষ্ঠিত হল ক্রিসমাস কার্নিভাল। কলকাতার আদলে পুরুলিয়া শহরেও এক সপ্তাহ ব্যাপী চলল ক্রিসমাসের উৎসব। গা ভাসালেন আট থেকে আশি সকলেই।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের মেজাজ চারিদিকে। রঙিন আলোয় সেজেছে শহর পুরুলিয়া। রকমারি আলোর বাহার, ক্রিসমাস ট্রি এবং আনন্দমুখর গানে মাতোয়ারা আট থেকে আশি সকল বয়সের মানুষজন। ক্রিসমাস সেলিব্রেশনের আবহকে আরও বেশি সমৃদ্ধ করে তুলতে পুরুলিয়া শহরে অনুষ্ঠিত হল ক্রিসমাস কার্নিভাল। এর আগে দুর্গাপুজোয় কার্নিভাল হতে দেখেছে শহরবাসী। তবে এই ক্রিসমাস কার্নিভাল রীতিমত নজর কেড়েছে সকলের।
নাচ, গান, আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালিত হল পুরুলিয়া ক্রিসমাস কার্নিভাল। কলকাতার আদলে পুরুলিয়া শহরেও এক সপ্তাহ ব্যাপী চলল ক্রিসমাসের উৎসব। তার মধ্যে এই কার্নিভাল অন্যতম যা বিগত দু’বছর ধরে হয়ে আসছে। পুরুলিয়ার শহরের বিভিন্ন চার্চগুলি একত্রিত হয়ে ক্রিসমাস কার্নিভালের আয়োজন করে থাকে। এই কার্নিভালে পা মেলায় প্রায় এক থেকে দেড় হাজার মানুষ। কার্নিভালটি শহরের জিইএল চার্চ ময়দান থেকে শুরু হয়ে ফরেস্ট ট্রাফিক মোড় হয়ে, ভাট বাঁধ মোড় হয়ে, ডিপু বাড়ি চ্যাপেল গ্রাউন্ডে শেষ হয়।
advertisement
আরও পড়ুনঃ পৌষমেলার পর রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা শুরু, বাণীপুর লোকউৎসবে ১৫০০ স্টল! বছর শেষে উৎসবের মুডে হাবড়া
ভাট বাঁধ খ্রিস্টান কাউন্সিল দ্বারা এই প্রোগ্রামটির আয়োজন করা হয়। এ বিষয়ে কমিটির সদস্যরা জানান, তাদের ইচ্ছে ছিল তাদের উৎসবকে সকলের সামনে তুলে ধরার। আর সেই কারণেই তারা ক্রিসমাস কার্নিভালের আয়োজন করেছেন। বিগত বছর থেকে এই কার্নিভাল হয়ে আসছে। সকলের যথেষ্ট সাড়া পেয়েছেন তারা। আগামী দিনে এই কার্নিভাল এইভাবেই চলবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বড়দিন থেকে নিউ ইয়ার, সকলেই এখন ফেসটিভ মুডে। তার মধ্যে এই রঙিন কার্নিভাল উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ করে তুলেছিল। এই কার্নিভালকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উন্মাদনা লক্ষ্য করা যায়। শহরবাসীর কাছে একেবারেই নতুন এই কার্নিভাল। তাই উৎসাহী মানুষের আগ্রহও ছিল যথেষ্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Dec 28, 2025 1:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Christmas Carnival: কলকাতার আদলে পুরুলিয়ায় ক্রিসমাস কার্নিভাল! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, রইল ঝলক








