TRENDING:

Mahisadal News: মহিষাদলের স্কুল থেকে পালিয়ে কেরলে চার দিন, বিমানবন্দরে ওৎ পেতে ক্লাস এইটের ছাত্র-ছাত্রীকে উদ্ধার করল পুলিশ!

Last Updated:

গত বুধবার মহিষাদলের ইংরেজি মাধ্যম ওই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ছিল৷ স্কুলের স্পোর্টসে যোগও দেয় দুই ছাত্রছাত্রী৷ কিন্তু কিছুক্ষণ পরই স্কুলের ভিতরেই পোশাক বদলে সেখান থেকে বেরিয়ে যায় তারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গত বুধবার স্কুলের স্পোর্টস চলার ফাঁকেই একসঙ্গে নিখোঁজ হয়ে গিয়েছিল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দুই ছাত্র-ছাত্রী৷ শেষ পর্যন্ত নিখোঁজ হওয়ার চার দিন পর নিখোঁজ ওই নাবালক এবং নাবালিকাকে উদ্ধার করল পুলিশ৷ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে খবর,কলকাতা বিমানবন্দর থেকে এ দিন ওই দু জন নাবালক-নাবালিকাকে আটক করা হয়৷ পুলিশ সূত্রে খবর, মহিষাদল থেকে পালিয়ে দু জনে কেরলের তিরুঅনন্তপুরমে পালিয়ে গিয়েছিল৷ দু জনের গোপন জবানবন্দি রেকর্ড করে বাকি আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

গত বুধবার মহিষাদলের ইংরেজি মাধ্যম ওই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ছিল৷ স্কুলের স্পোর্টসে যোগও দেয় দুই ছাত্রছাত্রী৷ কিন্তু কিছুক্ষণ পরই স্কুলের ভিতরেই পোশাক বদলে সেখান থেকে বেরিয়ে যায় তারা৷ সিসিটিভি ফুটেজে দুই পড়ুয়াকে একটি টোটোয় চেপে যেতে দেখাও যায়৷ দুই পড়ুয়া নিখোঁজ হওয়ার পরই স্কুল এবং পরিবারের পক্ষ থেকে মহিষাদল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়৷

advertisement

এর পর থেকেই দুই পড়ুয়ার সন্ধান শুরু করে পুলিশ৷ দু জনের মোবাইল টাওয়ার লোকেশনের উপরে নজর রাখতে শুরু করে পুলিশ৷ জানা যায়, স্কুল থেকে পালিয়ে একসঙ্গে দু জনে কেরলরে তিরুঅনন্তপুরমে চলে গিয়েছে৷ গোপন সূত্রে পুলিশ জানতে পারে, আজই কেরল থেকে কলকাতা ফিরবে ওই দুই পড়ুয়া৷ এর পরই কলকাতা বিমানবন্দরে ওৎ পেতে থাকে মহিষাদল থানার পুলিশের একটি দল৷ দুই পড়ুয়া কলকাতা পৌঁছতেই বিমানবন্দর থানা শেষ পর্যন্ত বিমানবন্দর থানা এলাকা থেকে দুই পড়ুয়াকে আটক করা হয়৷ পুলিশ সূত্রে খবর, দু জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল৷ এর পরই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা৷ দু জনেরই গোপন জবানবন্দি নেবে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জেলার বুকে একটুকরো পার্ক স্ট্রিট! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, দেখুন
আরও দেখুন

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিতুল কুমার দে জানিয়েছেন, ‘দুই পড়ুয়ার খুঁজে বের করতে আমরা সবরকম চেষ্টা শুরু করেছিলাম৷ আজ বিমানবন্দর থানার সহযোগিতায় মহিষাদল থানার টিম তাঁদের উদ্ধার করে৷ আদালতের সামনে পেশ করে দু জনেরই গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করা হবে৷ বাকি আইনানুগ যা যা করার, আমরা করব৷’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahisadal News: মহিষাদলের স্কুল থেকে পালিয়ে কেরলে চার দিন, বিমানবন্দরে ওৎ পেতে ক্লাস এইটের ছাত্র-ছাত্রীকে উদ্ধার করল পুলিশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল