গত বুধবার মহিষাদলের ইংরেজি মাধ্যম ওই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ছিল৷ স্কুলের স্পোর্টসে যোগও দেয় দুই ছাত্রছাত্রী৷ কিন্তু কিছুক্ষণ পরই স্কুলের ভিতরেই পোশাক বদলে সেখান থেকে বেরিয়ে যায় তারা৷ সিসিটিভি ফুটেজে দুই পড়ুয়াকে একটি টোটোয় চেপে যেতে দেখাও যায়৷ দুই পড়ুয়া নিখোঁজ হওয়ার পরই স্কুল এবং পরিবারের পক্ষ থেকে মহিষাদল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়৷
advertisement
এর পর থেকেই দুই পড়ুয়ার সন্ধান শুরু করে পুলিশ৷ দু জনের মোবাইল টাওয়ার লোকেশনের উপরে নজর রাখতে শুরু করে পুলিশ৷ জানা যায়, স্কুল থেকে পালিয়ে একসঙ্গে দু জনে কেরলরে তিরুঅনন্তপুরমে চলে গিয়েছে৷ গোপন সূত্রে পুলিশ জানতে পারে, আজই কেরল থেকে কলকাতা ফিরবে ওই দুই পড়ুয়া৷ এর পরই কলকাতা বিমানবন্দরে ওৎ পেতে থাকে মহিষাদল থানার পুলিশের একটি দল৷ দুই পড়ুয়া কলকাতা পৌঁছতেই বিমানবন্দর থানা শেষ পর্যন্ত বিমানবন্দর থানা এলাকা থেকে দুই পড়ুয়াকে আটক করা হয়৷ পুলিশ সূত্রে খবর, দু জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল৷ এর পরই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা৷ দু জনেরই গোপন জবানবন্দি নেবে পুলিশ৷
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিতুল কুমার দে জানিয়েছেন, ‘দুই পড়ুয়ার খুঁজে বের করতে আমরা সবরকম চেষ্টা শুরু করেছিলাম৷ আজ বিমানবন্দর থানার সহযোগিতায় মহিষাদল থানার টিম তাঁদের উদ্ধার করে৷ আদালতের সামনে পেশ করে দু জনেরই গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করা হবে৷ বাকি আইনানুগ যা যা করার, আমরা করব৷’
