নাচ, গান, আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালিত হল পুরুলিয়া ক্রিসমাস কার্নিভাল। কলকাতার আদলে পুরুলিয়া শহরেও এক সপ্তাহ ব্যাপী চলল ক্রিসমাসের উৎসব। তার মধ্যে এই কার্নিভাল অন্যতম যা বিগত দু’বছর ধরে হয়ে আসছে। পুরুলিয়ার শহরের বিভিন্ন চার্চগুলি একত্রিত হয়ে ক্রিসমাস কার্নিভালের আয়োজন করে থাকে। এই কার্নিভালে পা মেলায় প্রায় এক থেকে দেড় হাজার মানুষ। কার্নিভালটি শহরের জিইএল চার্চ ময়দান থেকে শুরু হয়ে ফরেস্ট ট্রাফিক মোড় হয়ে, ভাট বাঁধ মোড় হয়ে, ডিপু বাড়ি চ্যাপেল গ্রাউন্ডে শেষ হয়।
advertisement
ভাট বাঁধ খ্রিস্টান কাউন্সিল দ্বারা এই প্রোগ্রামটির আয়োজন করা হয়। এ বিষয়ে কমিটির সদস্যরা জানান, তাদের ইচ্ছে ছিল তাদের উৎসবকে সকলের সামনে তুলে ধরার। আর সেই কারণেই তারা ক্রিসমাস কার্নিভালের আয়োজন করেছেন। বিগত বছর থেকে এই কার্নিভাল হয়ে আসছে। সকলের যথেষ্ট সাড়া পেয়েছেন তারা। আগামী দিনে এই কার্নিভাল এইভাবেই চলবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বড়দিন থেকে নিউ ইয়ার, সকলেই এখন ফেসটিভ মুডে। তার মধ্যে এই রঙিন কার্নিভাল উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ করে তুলেছিল। এই কার্নিভালকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উন্মাদনা লক্ষ্য করা যায়। শহরবাসীর কাছে একেবারেই নতুন এই কার্নিভাল। তাই উৎসাহী মানুষের আগ্রহও ছিল যথেষ্ট।





