Christmas Carnival 2025 Held At Purulia City: বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের মেজাজ চারিদিকে। রঙিন আলোয় সেজেছে শহর পুরুলিয়া। রকমারি আলোর বাহার, ক্রিসমাস ট্রি এবং আনন্দমুখর গানে মাতোয়ারা আট থেকে আশি সকল বয়সী মানুষজন। ক্রিসমাস সেলিব্রেশনের আবহকে আরও বেশি সমৃদ্ধ করে তুলতে পুরুলিয়া শহরে অনুষ্ঠিত হল ক্রিসমাস কার্নিভাল। এর আগে দুর্গাপুজোয় কার্নিভাল হতে দেখেছে শহরবাসী। তবে এই ক্রিসমাস কার্নিভাল রীতিমত নজর কেড়েছে সকলের।
Last Updated: Dec 28, 2025, 21:43 IST


