TRENDING:

Durgapur Weather Update: লোকে বলছে 'মিনি দার্জিলিং', বাইরে জমে যাওয়ার অবস্থা! হাড়কাঁপানো ঠান্ডায় জুবুথুবু দুর্গাপুর

Last Updated:
Durgapur Weather Update: পারদ পতনে উত্তরের জেলাগুলির সঙ্গে টেক্কা দিচ্ছে শিল্পাঞ্চল দুর্গাপুর। পানাগড়ে তাপমাত্রা দুর্গাপুরের তুলনায় আরও কিছুটা কম।
advertisement
1/6
লোকে বলছে 'মিনি দার্জিলিং', বাইরে জমে যাওয়ার অবস্থা! হাড়কাঁপানো ঠান্ডায় জুবুথুবু দুর্গাপু
বছরের শেষলগ্নে এসে ঠান্ডায় জুবুথুবু বাংলা। উত্তর থেকে দক্ষিণ, কনকনে ঠান্ডায় ভরপুর শীতের আমেজ। আর এই পরিস্থিতিতে পারদ পতনে উত্তরের জেলাগুলির সঙ্গে টেক্কা দিচ্ছে শিল্পাঞ্চল দুর্গাপুর। পানাগড়ে তাপমাত্রা দুর্গাপুরের তুলনায় আরও কিছুটা কম। (ছবি ও তথ্য - অর্পণ চক্রবর্তী)
advertisement
2/6
বিগত একসপ্তাহে দুর্গাপুর, পানাগড়সহ সংলগ্ন এলাকাগুলিতে তাপমাত্রার পতনে মানুষ কার্যত কাহিল হয়ে পড়েছেন। সূর্য ডোবার পর রাস্তায় দেখা যাচ্ছে হাতগোনা লোকজন। শীতের হাত থেকে বাঁচতে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে আগুন পোহানোর ধুম।
advertisement
3/6
অন্যদিকে সকাল থেকে ঘন কুয়াশায় মোড়া থাকছে শিল্পাঞ্চল। অনেকবেলা পর্যন্ত মুখ ঢেকে থাকছেন সূর্যদেব। ফলে পরিস্থিতি আরও খানিকটা জটিল হয়ে উঠছে বলেই মনে করছেন অনেকে। তবে বছরের শেষে জাঁকিয়ে শীত পড়ায় অনেকের কাছেই তা উপভোগ্য হয়ে উঠেছে। পিকনিকে মেতে উঠেছেন বহু মানুষ। যদিও ঠান্ডায় বৃদ্ধ-বৃদ্ধারা বেশ অস্বস্তিতে পড়েছেন।
advertisement
4/6
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব বিশেষ হেরফের হবে না। ফলে জাঁকিয়ে ঠান্ডার মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পারবেন মানুষজন। তবে আগামী কয়েকদিন পাল্লা দিয়ে সকালে কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
advertisement
5/6
দিনের তুলনায় রাতের দিকে পারদ পতন লক্ষণীয় হবে বলেই খবর। ফলে রাতের দিকে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বিশেষজ্ঞরা সাবধান করে বলেছেন, বেশি রাত পর্যন্ত বাইরে না থাকা এখন বুদ্ধিমানের কাজ হবে। রাস্তায় বেরোতে হলে সঙ্গে পর্যাপ্ত শীতবস্ত্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
6/6
অন্যদিকে ঘন কুয়াশার দাপট থাকার কারণে দৃশ্যমানতা অনেকটা কম হবে। সঙ্গে শিল্পাঞ্চলের দূষণ এই শুষ্ক আবহাওয়ার ফলে তা আরও কমিয়ে দেবে। সেই কারণে রাস্তায় গাড়ি বা বাইক নিয়ে বের হলে সজাগ থাকতে বলছেন তাঁরা। তবে সবমিলিয়ে বছরের শেষ ও নতুন বছরের আগমন যে কনকনে ঠান্ডার মধ্যে দিয়েই হবে, সেই বিষয়ে একপ্রকার নিশ্চিত আবহবিদরা। (ছবি ও তথ্য - অর্পণ চক্রবর্তী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durgapur Weather Update: লোকে বলছে 'মিনি দার্জিলিং', বাইরে জমে যাওয়ার অবস্থা! হাড়কাঁপানো ঠান্ডায় জুবুথুবু দুর্গাপুর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল