Malda News: চাকা ছাড়াই গড়িয়ে চলেছে ৪২ ফুটের মা কালী! কিন্তু কীভাবে? জানলে চমকে যাবেন

Last Updated:

Malda News: প্রতিবছর এই ভাবেই বিসর্জন দেওয়া হয় মালদহের বুলবুলচন্ডীর সার্বজনীন কালী প্রতিমা, মন্দির থেকে প্রায় ৫০০ মিটার দূরে জলাশয় বিসর্জন দেওয়া হয়।

+
দড়ি

দড়ি টেনে নিয়ে যাওয়া হচ্ছে কালী প্রতিমা

মালদহ: কোনও চাকা লাগানো নেই, তারপরেও দড়িতে টান দিতেই এগিয়ে চলেছে মা কালীর বিশাল মূর্তি। কয়েকশো ভক্ত দড়ি ধরে মা কালীর মূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে। অল্প দূর নয়, মন্দির থেকে প্রায় পাঁচশো মিটার দূরে এই ভাবেই ৪২ ফুটের কালী মূর্তি নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় প্রতিবছর। বিসর্জন দেখতে বহু দূর-দূরান্তের মানুষ ভিড় করেন এখানে।
মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালী প্রতিমার বিসর্জন আকর্ষণীয়। বিসর্জন দেখতে ও দড়ি টানতে বহু ভক্তের সমাগম হয়। পুজো কমিটির সম্পাদক পীযূষ মণ্ডল বলেন, প্রতিবছর এইভাবেই আমাদের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে থাকে। প্রতিবার কাঠামোই দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয় জলাশয়ের কাছে।
advertisement
advertisement
মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালী প্রতিমা ৪২ ফুট উচ্চতার। মন্দিরেই তৈরি করা হয় প্রতিমা। তবে এই বিশাল প্রতিমা প্রতিবছর বিসর্জন দেওয়া হয়। তাই মজবুত করে তৈরি করা হয় প্রতিমার কাঠামো। পুজোর পর দীর্ঘদিন চলে মেলা‌।তারপর বিসর্জন দেওয়া হয় বিশাল আকারের প্রতিমা। বিসর্জনের সময় প্রতিমার কাঠামোর দুই দিকে মোটা দড়ি বেঁধে টান দেওয়া হয়। রাস্তায় ফেলা হয় বাঁশ। কোনও চাকার প্রয়োজন হয়না । বাঁশের উপর দিয়েই প্রতিমার কাঠামো এগিয়ে যায় সামনের দিকে। পুজো কমিটির সভাপতি প্রশান্ত রায় বলেন, প্রতিবছর ৪২ ফুটের এই কালী প্রতিমা মন্দির থেকে টেনে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। তবে কোনও চাকা লাগানো হয় না। বাসের উপর ভর করেই নিয়ে যাওয়া হয় প্রতিমা।
advertisement
রাস্তার দুই পাশের বাড়ির থেকে প্রতিমা উঁচু। ওই অবস্থায় রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। মন্দির থেকে প্রায় পাঁচশো মিটার দূরে একটি জলাশয়ে বিসর্জয় দেওয়া হয় প্রতিমা। প্রতিবছরের মত এবারও কয়েক হাজার মানুষের ঢল নামে বিসর্জন দেখার। বিশাল আকারের প্রতিমা ৫০০ মিটার নিয়ে যেতে সময় লাগে প্রায় দুই থেকে তিন ঘণ্টা।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: চাকা ছাড়াই গড়িয়ে চলেছে ৪২ ফুটের মা কালী! কিন্তু কীভাবে? জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement