Lawyer Protest : মাথাভাঙ্গা আদালতে জেরক্স মেশিন বিকল! কাজ বন্ধের ডাক আইনজীবীদের, বিপাকে মামলাকারীরা

Last Updated:

Lawyer Protest : মাথাভাঙ্গা মহকুমা আদালতে জেরক্স মেশিন খারাপ থাকায় সার্টিফায়েড কপি পাচ্ছেন না আইনজীবীরা। প্রতিবাদে মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক আইনজীবীদের।

বার অ্যাসোসিয়েশন
বার অ্যাসোসিয়েশন
মাথাভাঙ্গা, কোচবিহার, রাজেশ দাশ : মাথাভাঙ্গা মহকুমা আদালতে জেরক্স মেশিন খারাপ থাকায় সার্টিফায়েড কপি পাচ্ছেন না আইনজীবীরা। এরফলে আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা। সোমবার মাথাভাঙ্গা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
জানা গিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীকাল অর্থাৎ ১১ নভেম্বর ২০২৫ তারিখ থেকে মাথাভাঙ্গা মহকুমা আদালতে কোনওরকম কাজ করবেন না তাঁরা। সূত্রের খবর, গত অগাস্ট মাস থেকে মাথাভাঙ্গা মহকুমা আদালতে থাকা জেরক্স মেশিনটি নষ্ট হয়ে রয়েছে। যার ফলে সার্টিফায়েড কপি পাচ্ছেন না আইনজীবীরা। এতে বিভিন্ন সমস্যার সন্মুখীন হতে হচ্ছে তাঁদের।
advertisement
advertisement
তাই নতুন জেরক্স মেশিন না আসা পর্যন্ত আইনজীবীদের এই সিদ্ধান্ত বজায় থাকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে আইনজীবীদের এই সিদ্ধান্তে আদালতের কাজকর্ম ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কোর্টে আসা মানুষজনকে অসুবিধার সম্মুখীন হতে হবে বলে ধারণা করছেন অনেকে। উল্লেখ্য, আইনজীবীরা জানিয়েছেন, দ্রুত ফটোকপি মেশিন পরিবর্তন করে পরিষেবা চালু করা হোক। না হলে কর্মবিরতি বজায় থাকবে বলেই জানািয়েছেন তাঁরা।
advertisement
প্রসঙ্গত, গত তিন মাস ধরে মাথাভাঙ্গা মহকুমা আদালতের  মেশিনটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এর ফলে মামলার গুরুত্বপূর্ণ নথিপত্রের সার্টিফায়েড কপি পাওয়া যাচ্ছে না, যা আইনি কার্যক্রমের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর তার মাঝে আইনজীবীদের এই সিদ্ধান্তে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা রছেন সাধারণ মামলাকারীরা। প্রশাসন দ্রুত সমস্যার সমাধান না করলে বিচারপ্রক্রিয়ায় বড়সড় ব্যাঘাত ঘটবে বলেই মনে করছেন বহু মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lawyer Protest : মাথাভাঙ্গা আদালতে জেরক্স মেশিন বিকল! কাজ বন্ধের ডাক আইনজীবীদের, বিপাকে মামলাকারীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement