West Bengal News Today Partha Chatterjee Release Live: নিয়োগ দুর্নীতি মামলায় সাড়ে তিন বছর পর জেলমুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের! সঙ্গে আরও খবর

Last Updated:

West Bengal SIR, Kolkata Breaking News Today Live Updates in Bangla: আজ রাজ্য রাজনীতি, দেশের কোথায় কী হচ্ছে, সব জানতে নজর রাখুন এই পাতায়।

News18
News18

অবশেষে জেল মুক্তি ঘটতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের৷ সাড়ে তিন বছর পর জেল মুক্তি হবে তাঁর৷ এ দিন পার্থর জামিন মঞ্জুর করে আলিপুরের বিশেষ সিবিআই আদালত৷ এর পাশাপাশি এ দিনই সমলিঙ্গে বিয়ে করার মতো সাহসী সিদ্ধান্ত নেওয়ায় রাখি নস্কর এবং রিয়া সর্দারকে অভিনন্দন জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলির জালাবেড়িয়া গ্রামে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে নব দম্পতিকে সংবর্ধনা জানানো হয়৷ সেই অনুষ্ঠান চলাকালীনই ফোনে রিয়া এবং রাখিকে অভিনন্দন জানান অভিষেক৷ কিছু দিনের মধ্যেই ওই গ্রামে গিয়ে এলাকার উন্নয়নে সাহায্য করারও আশ্বাস দেন অভিষেক৷ নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন৷ এই ঘটনায় ধৃত দু জন পুলিশি জেরায় স্বীকার করেছে, নিউ টাউনের ফ্ল্যাটে ছ জন মিলে স্বর্ণব্যবসায়ী প্রশান্ত কামিল্যাকে মারধর করে৷ তার মধ্যে ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনও৷ এর পাশাপাশি নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে ভিন রাজ্যের ১২ জন সংগঠকের উপরেই ভরসা করছে বঙ্গ বিজেপি৷ বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সংগঠনের হাল সামলাবেন ভিন রাজ্য থেকে আসা সাধারণ সম্পাদক পদের এই নেতারা৷

West Bengal, Kolkata Breaking News Today Live Updates in Bangla

Nov 10, 20255:50 PM IST

Partha Chatterjee Release: সাড়ে তিন বছর পর জেলমুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের!

অবশেষে সাড়ে তিন বছর পর জেলমুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের৷ নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেফতার হওয়ার পর অবশেষে মুক্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায়৷ এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Nov 10, 20254:41 PM IST

Kolkata News: রোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে টালবাহানা, বাতিল বেসরকারি হাসপাতালের লাইসেন্স!

ই এম বাইপাসের কাছে বেসরকারি জেনেসিস হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন৷ রোগীর পরিবারের ক্ষতিপূরণ না দেওয়ায় রাজ্য স্বাস্থ্য দফতরকে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছে কমিশন।

Nov 10, 20254:38 PM IST

Mamata Banerjee News: রিচা ঘোষের নামে শিলিগুড়ির কাছে স্টেডিয়াম, ঘোষণা মমতার!

শিলিগুড়ির কাছে চাঁদমনি চা বাগানে বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নামে গড়ে তোলা হবে স্টেডিয়াম৷ এ দিন উত্তরকন্যা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

advertisement
Nov 10, 20253:03 PM IST

Abhishek Banerje News: সমলিঙ্গে বিয়ের জন্য রিয়া-রাখিকে অভিনন্দন অভিষেকের!

সমলিঙ্গে বিয়ে করার মতো সাহসী সিদ্ধান্ত নেওয়ায় রাখি নস্কর এবং রিয়া সর্দারকে অভিনন্দন জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলির জালাবেড়িয়া গ্রামে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে নব দম্পতিকে সংবর্ধনা জানানো হয়৷ সেই অনুষ্ঠান চলাকালীনই ফোনে রিয়া এবং রাখিকে অভিনন্দন জানান অভিষেক৷

Nov 10, 20251:34 PM IST

Kolkata Metro Rail News: চালক বিহীন মেট্রো ছুটবে দক্ষিণেশ্বর- কবি সুভাষ রুটে!

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে চলবে চালক বিহীন মেট্রো৷ এর জন্য বরাদ্দ হয়েছে ৪৬৫ কোটি টাকা৷

Nov 10, 202512:42 PM IST

Mamata Banerjee News: উত্তরবঙ্গে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

উত্তরবঙ্গে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজই শিলিগুড়িতে পৌঁছে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷ উত্তরবঙ্গের বন্যায় বিপর্যস্তদের হাতে ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়ার কথা রয়েছে তাঁর৷

advertisement
Nov 10, 202512:01 PM IST

Salt Lake Fraud: শেয়ার মার্কেটে মুনাফার লোভে প্রতারণার শিকার বৃদ্ধ!

শেয়ার মার্কেটে চড়া মুনাফার লোভ দেখিয়ে সল্টলেকে প্রতারণার শিকার এক বৃদ্ধ৷ ওই বৃদ্ধের ৯৩ লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ৷ হোয়াটসঅ্যাপে অচেনা গ্রুপ থেকে মেসেজ পেয়ে প্রতারণার ফাঁদে পা দেন ওই বৃদ্ধ৷

Nov 10, 202511:55 AM IST

Rajganj BDO Update: স্বর্ণব্যবসায়ী মারধর করেছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন! জেরায় চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ৷ বিডিও-র ধৃত গাড়ির চালক এবং বন্ধুকে জেরা করে এই বিস্ফোরক তথ্য পেয়েছে পুলিশ৷ দু জনেই জেরায় স্বীকার করেছেন, নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে স্বপন কামিল্যা নামে ওই স্বর্ণ ব্যবসায়ীকে ছ জন মিলে মারধর করেছিল৷ এমন কি, রাজগঞ্জের বিডিও নিজেই ওই স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট খুলে মেরেছিলেন বলেও ধৃতরা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর৷

Nov 10, 202511:03 AM IST

BJP West Bengal: বঙ্গ বিজেপি-র হাল ধরতে রাজ্যে আসছেন ভিন রাজ্যের ১২ জন সংগঠক!

বঙ্গ বিজেপি-র সংগঠনের হাল সামলাতে রাজ্যে আসছেন ১২ জন ভিন রাজ্যের সংগঠক৷ মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ডের মতো বিভিন্ন রাজ্য থেকে এই সংগঠকরা এসে জেলায় জেলায় গিয়ে বৈঠক করবেন৷ তার জন্য বিভিন্ন জেলায় কার্যালয়ও তৈরি করা হচ্ছে৷

advertisement
Nov 10, 202510:48 AM IST

West Bengal Political News: নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ মমতা-অভিষেকের!

নন্দীগ্রাম দিবসে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শহিদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম৷ নন্দীগ্রাম দিবসে, নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি৷’ এক্স হ্যান্ডেলে পোস্ট করে শহিদ স্মরণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷

Nov 10, 202510:05 AM IST

Slovakia Train Accident: স্লোভাকিয়ায় দুটি ট্রেনের সংঘর্ষে আহত বহু যাত্রী!

স্লোভাকিয়ায় একটি ট্রেনের পিছনে ধাক্কা মারল আরও একটি ট্রেন৷ দুটি ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ১১ জন যাত্রী৷ যদিও কোনও যাত্রীর মৃত্যুর খবর নেই৷

Nov 10, 202510:01 AM IST

Kolkata Weather Update: শনিবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচেই!

কলকাতার তাপমাত্রা চলতি সপ্তাহে ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শনিবার পর্যন্ত রাজ্য জুড়েই শীতের আমেজ। রাতে ও সকালে শীতের অনুভূতি বাড়লেও দিনের বেলা শীতের আমেজ উধাও হয়ে যাবে।

advertisement
Nov 10, 20259:42 AM IST

Kolkata Airport News: মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা, কলকাতায় স্পাইস জেটের বিমানের জরুরি অবতরণ!

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল স্পাইসজেটের বিমান। সূত্রের খবর, মুম্বই থেকে উড়ে আসা বিমানের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় সিদ্ধান্ত নেন পাইলট। দুর্ঘটনা এড়াতেই দ্রুত পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হয়েছে।

Nov 10, 20259:15 AM IST

West Bengal News Today: মহেশতলায় উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ!

বন্ধ ঘর থেকে যুবকের পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধার হল মহেশতলায়। যুবকের পরিচয় জানা গিয়েছে। মহেশতলা পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের রায় পাড়ার বাসিন্দা ওই যুবকের নাম বাপি মণ্ডল। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০।

Nov 10, 20259:07 AM IST

West Bengal Weather Updates: দক্ষিণবঙ্গে শীতের আমেজ, উত্তরে কুয়াশা!

দক্ষিণবঙ্গে শুরু শীতের আমেজ৷ আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ অনুভূত হচ্ছে৷ আবহাওয়া দফতরও একই পূর্বাভাস দিয়েছিল৷ চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকবে রাতে ও সকালে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশী হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা।

advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News Today Partha Chatterjee Release Live: নিয়োগ দুর্নীতি মামলায় সাড়ে তিন বছর পর জেলমুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের! সঙ্গে আরও খবর
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement