নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন৷ এই ঘটনায় ধৃত দু জন পুলিশি জেরায় স্বীকার করেছে, নিউ টাউনের ফ্ল্যাটে ছ জন মিলে স্বর্ণব্যবসায়ী প্রশান্ত কামিল্যাকে মারধর করে৷ তার মধ্যে ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনও৷ এর পাশাপাশি নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে ভিন রাজ্যের ১২ জন সংগঠকের উপরেই ভরসা করছে বঙ্গ বিজেপি৷ বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সংগঠনের হাল সামলাবেন ভিন রাজ্য থেকে আসা সাধারণ সম্পাদক পদের এই নেতারা৷ এর পাশাপাশি এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি ঘটবে কি না, তা জানা যাবে আজই৷ আজ সিবিআই-এর বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি রয়েছে৷ আজ জামিন পেলে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঘটবে৷
শেয়ার মার্কেটে চড়া মুনাফার লোভ দেখিয়ে সল্টলেকে প্রতারণার শিকার এক বৃদ্ধ৷ ওই বৃদ্ধের ৯৩ লক্ষ টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ৷ হোয়াটসঅ্যাপে অচেনা গ্রুপ থেকে মেসেজ পেয়ে প্রতারণার ফাঁদে পা দেন ওই বৃদ্ধ৷
নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ৷ বিডিও-র ধৃত গাড়ির চালক এবং বন্ধুকে জেরা করে এই বিস্ফোরক তথ্য পেয়েছে পুলিশ৷ দু জনেই জেরায় স্বীকার করেছেন, নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে স্বপন কামিল্যা নামে ওই স্বর্ণ ব্যবসায়ীকে ছ জন মিলে মারধর করেছিল৷ এমন কি, রাজগঞ্জের বিডিও নিজেই ওই স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট খুলে মেরেছিলেন বলেও ধৃতরা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর৷
বঙ্গ বিজেপি-র সংগঠনের হাল সামলাতে রাজ্যে আসছেন ১২ জন ভিন রাজ্যের সংগঠক৷ মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ডের মতো বিভিন্ন রাজ্য থেকে এই সংগঠকরা এসে জেলায় জেলায় গিয়ে বৈঠক করবেন৷ তার জন্য বিভিন্ন জেলায় কার্যালয়ও তৈরি করা হচ্ছে৷
নন্দীগ্রাম দিবসে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শহিদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম৷ নন্দীগ্রাম দিবসে, নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি৷’ এক্স হ্যান্ডেলে পোস্ট করে শহিদ স্মরণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷
স্লোভাকিয়ায় একটি ট্রেনের পিছনে ধাক্কা মারল আরও একটি ট্রেন৷ দুটি ট্রেনের সংঘর্ষে আহত অন্তত ১১ জন যাত্রী৷ যদিও কোনও যাত্রীর মৃত্যুর খবর নেই৷
কলকাতার তাপমাত্রা চলতি সপ্তাহে ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শনিবার পর্যন্ত রাজ্য জুড়েই শীতের আমেজ। রাতে ও সকালে শীতের অনুভূতি বাড়লেও দিনের বেলা শীতের আমেজ উধাও হয়ে যাবে।
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল স্পাইসজেটের বিমান। সূত্রের খবর, মুম্বই থেকে উড়ে আসা বিমানের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় সিদ্ধান্ত নেন পাইলট। দুর্ঘটনা এড়াতেই দ্রুত পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হয়েছে।
বন্ধ ঘর থেকে যুবকের পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধার হল মহেশতলায়। যুবকের পরিচয় জানা গিয়েছে। মহেশতলা পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের রায় পাড়ার বাসিন্দা ওই যুবকের নাম বাপি মণ্ডল। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০।
দক্ষিণবঙ্গে শুরু শীতের আমেজ৷ আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ অনুভূত হচ্ছে৷ আবহাওয়া দফতরও একই পূর্বাভাস দিয়েছিল৷ চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকবে রাতে ও সকালে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশী হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা।
এসএসসি দুর্নীতি মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্য পরীক্ষা৷ সিবিআই বিশেষ আদালতে জামিন পেলে জেল থেকে মুক্তি পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷