আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানে লেপার্ডের শাবকটিকে প্রথমে বাসিন্দারা বেড়াল ছানা মনে করেছিল। কিন্তু সামনে যেতে দেখতে পান সেটি একটি লেপার্ড শাবক। এদিন বাগানে ভেতরে লেপার্ডের শাবক দেখতে পারেন প্রথম বাগানের শ্রমিকরা। এরপর খবর চাউর হতে এলাকার বাসিন্দারা সেখানে আসেন।
আরও পড়ুন: বর্ষার আগে খুশির হাওয়া জয়গাঁয়! সাড়ে ৩ কোটি টাকায় নদী বাঁধের স্বপ্ন পূরণ হতে চলেছে বাসিন্দাদের
advertisement
চা বাগানের ভেতরে লেপার্ডের শাবক দেখতে পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে জলদাপাড়া বন বিভাগের দলগাঁও রেঞ্জের বন কর্মীরা পৌছেছেন। বনকর্মীরা লেপার্ড শাবকটি নজরে রাখছেন। বনকর্মীদের মতে শাবকটির বয়স ১৫-২০ দিনের মধ্যে হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখন সেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে না। শাবকের মা এলাকার আশেপাশে রয়েছে। সময় হলে সেটি তার শাবক নিতে আসবে।
Annanya Dey






