মোট শূন্যপদ: এখানে মোট তিনটি শূন্যপদ রয়েছে।
মাসিক বেতন: যে সকল প্রার্থীরা এই পদে নিয়োগ হবে তাদের মাসিক ১০,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
কারা কারা আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিশিয়ান কোর্স কমপ্লিট করতে হবে।
আরও পড়ুন: হুট করে ঘুরে গেল মোড়, আরজি কর কাণ্ডে সব নজর এখন পোস্টমর্টেম রিপোর্টে! কেন? শুনে চমকে যাবেন
advertisement
বয়স সীমা: এই পদের জন্য অনূর্ধ্ব ৪০ বছর বয়সিদের আবেদন পত্র জমা করা হবে।
কিভাবে আবেদন করবেন আগ্রহ প্রার্থীদের এখানে আবেদন পত্র জমা করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে। তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া পদ্ধতি গুলি ফলো করতে হবে।
প্রথমে প্রার্থীদের একটি A4 সাইজের সাদা পেজ নিতে হবে। সেখানে আপনার নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখ করতে হবে। তারপর সঙ্গে দরকারি ডকুমেন্ট গুলি জেরক্স করে সংযুক্ত করতে হবে।
এরপর সময় থাকতে নিচে দেওয়া ঠিকানায় জমা করতে হবে।
দরকারি নথিপত্র: শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণ পত্র, কাস্ট সার্টিফিকেট, আধার বা ভোটার কার্ড
আবেদনের শেষ তারিখ: ০৬/১২/২০২৪
আবেদন পত্র জমা করার ঠিকানা: To The Commissioner Siliguri Municipal Corporation, Baghajatin Road P.O: Siliguri Dist : Darjeeling Pin – 734001






