এলাকাবাসীরা জানিয়েছেন, এই হাতিটি বাসরা নদীর ঘাট দিয়ে মাঝেমধ্যে ঘুরে বের হয়। জঙ্গল সংলগ্ন ছট ঘাট হওয়ার কারণে পুজোর আগের থেকেই বন কর্মীদের টহলদারি দেখা গিয়েছিল এলাকায়। ভয় ছিল গতকাল সন্ধ্যায় না বেরিয়ে আসে হাতি। তবে সেরকম ঘটনা ঘটেনি বলে স্বস্তি পেয়েছিলেন সকলেই।
আরও পড়ুন : ছট পুজোর আনন্দে পরিবারে বড় ধাক্কা! স্নান করতে নেমে ভাগীরথীতে তলিয়ে গেল নাবালক, উদ্ধারের চেষ্টা বিফলে
advertisement
এদিন ভোরের আলো ফুটতে জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতিটি। ছট ঘাট, প্রধান সড়ক সব স্থান দিয়েই হাতিটিকে দৌঁড়তে দেখা যায়। হাতিকে দৌঁড়তে দেখে হুড়োহুড়ি পরে যায়। অজিত শা নামের এক পুণ্যার্থী জানান,”হাতি যেভাবে ছুটছিল, দেখেই তো মৃত্যুভয় ধরে গিয়েছিল। আমাদের তো হাত,পা ঠান্ডা হয়ে গিয়েছিল।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও বনকর্মীদের উপস্থিতি দেখা যায় এলাকায়। তারা হাতিটিকে আবারও জঙ্গলে পাঠাতে সক্ষম হন।হুড়োহুড়ির কারণে অনেক ভক্ত সামান্য আহত হয়েছে বলে জানা যায়। বনকর্মীদের অনুমান, ছট ঘাটে বাজি ফাটানোর কারণে হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে আসে। তাঁদের মতে এখনও মানুষ সাবধান হচ্ছেন না।





