Chhath Puja : ছট পুজোর আনন্দে পরিবারে বড় ধাক্কা! স্নান করতে নেমে ভাগীরথীতে তলিয়ে গেল নাবালক, উদ্ধারের চেষ্টা বিফলে

Last Updated:

Murshidabad News : মঙ্গলবার সকালে সুতির অরঙ্গাবাদে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল নাবালক। অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের সামনে গঙ্গার ঘাটে হয়েছে এই দুর্ঘটনা।

দুর্ঘটনাস্থল
দুর্ঘটনাস্থল
সুতি, তন্ময় মন্ডল: মঙ্গলবার দেশ জুড়ে পালিত হচ্ছে ছট পুজো। মঙ্গলবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় ভাগীরথী নদীর তীরে ভিড় ছিল চোখে পড়ার মতো। আর তারমধ্যে মর্মান্তিক ঘটনা। ছট পুজো দিতে এসে এইরকম পরিণতি হবে, তা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সকালে সুতির অরঙ্গাবাদে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল নাবালক। অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের সামনে গঙ্গার ঘাটে হয়েছে এই দুর্ঘটনা। ছট পুজো চলাকালীন গঙ্গায় স্নান করতে এসে তলিয়ে যায় ১৬ বছরের এক নাবালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই নাবালকের নাম বুবাই দত্ত। বাড়ি সুতি থানার বারুইপাড়ায় এলাকায়।
advertisement
advertisement
ঘটনার পর স্থানীয় মানুষজন চেষ্টা করলেও উদ্ধার করা সম্ভব হয়নি। খবর দেওয়া হয় সুতি থানায়। স্থানীয় মানুষজন নাবালককে উদ্ধারের জন্য দীর্ঘশ্রম চেষ্টা চালিয়ে গিয়েছেন। এছাড়াও খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে। এই ঘটনার জেরে পরিবার সহ গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিখোঁজ বুবাই দত্তের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গঙ্গায় স্নান করার সময় পিছন দিকে হঠাৎই বুক সমান জলে পড়ে যায় বুবাই দত্ত। পায়ের তলায় মাটি নরম থাকার কারণেই সঙ্গে সঙ্গে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। চোখের নিমেষেই তলিয়ে যায় বুবাই। অনেক খোঁজাখুঁজি করলেও সন্ধান পাওয়া যায়নি। পরে সুতি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরকে জানানো হয়েছে। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বলেই জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhath Puja : ছট পুজোর আনন্দে পরিবারে বড় ধাক্কা! স্নান করতে নেমে ভাগীরথীতে তলিয়ে গেল নাবালক, উদ্ধারের চেষ্টা বিফলে
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement