Birbhum News : ছাত্রীর ওপর নৃশংস অত্যাচার, ধৃত শিক্ষককে তোলা হল আদালতে! 'গুণধর' দাবি করলেন, 'নির্দোষ, কোর্টে প্রমান করব'

Last Updated:

Birbhum News : সপ্তম শ্রেণীর ছাত্রীর ওপর নির্যাতন। তারপর দেহ টুকরো টুকরো করা। গ্রেফতার করা হয় স্কুলের ভৌতবিজ্ঞান শিক্ষককে। অভিযুক্তকে তোলা হল আদালতে।

রামপুরহাট মহকুমা আদালত
রামপুরহাট মহকুমা আদালত
রামপুরহাট, বীরভূম, অক্ষয় ধীবর : সপ্তম শ্রেণীর ছাত্রীর ওপর নির্যাতন। তারপর টুকরো টুকরো করে দেহ কে*টে ফেলা। পরে জলাজমি থেকে উদ্ধার হয় পচাগলা দেহ। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয় স্কুলের ভৌতবিজ্ঞান শিক্ষককে। রামপুরহাটের কালিডাঙার এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল। ঘটনার ১০ দিনের মাথায় বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এদিন মঙ্গবার সেই অভিযুক্ত শিক্ষককে তোলা হল আদালতে।
অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে এদিন রামপুরহাট আদালতে পেশ করা হয়েছে। যদিও অভিযুক্ত শিক্ষক নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, তিনি যে নির্দোষ, তা আদালতে তিনি প্রমান করবেন। উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চার্জশিটে ধ*র্ষণ ও খু*নের উল্লেখ করা হয়েছে। এদিন ২৮ সেপ্টেম্বর আদালতে চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছিল। সেইমতো অভিযুক্ত শিক্ষকে আদালতে পেশ করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ২৮ অগস্ট টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সপ্তম শ্রেণীর ছাত্রী। পরিবারের তরফ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার ২০ দিনের মাথায়, গত ১৬ সেপ্টেম্বর কালিডাঙা গ্রামের কাছে জলাজমি থেকে উদ্ধার করা হয় দেহের পচাগলা অংশ। তদন্তে নেমে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় স্কুলের ভৌতবিজ্ঞান শিক্ষককে।
advertisement
অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন, এমন তথ্যও উঠে আসে। ঘটনার ১০ দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ। তখনই বিচারক ধৃতকে ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি এদিন অর্থাৎ ২৮ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছিলেন। সেইমতো অভিযুক্তকে রামপুরহাট আদালতে তোলা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News : ছাত্রীর ওপর নৃশংস অত্যাচার, ধৃত শিক্ষককে তোলা হল আদালতে! 'গুণধর' দাবি করলেন, 'নির্দোষ, কোর্টে প্রমান করব'
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement