Chhat Puja : ছট পুজোয় বাবা-কাকার সঙ্গে জলে নেমে তলিয়ে গেল দুই ভাই, ভাগীরথী 'উথালপাতাল' করেও মেলেনি খোঁজ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Chhat Puja Accident : ছট পুজোর সকালে কাটোয়া শহরে যেন নেমে এল শোকের ছায়া। ধর্মীয় আচার পালনের আনন্দের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: ছট পুজোর সকালে কাটোয়া শহরে যেন নেমে এল শোকের ছায়া। ধর্মীয় আচার পালনের আনন্দের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের দেবরাজ ঘাটে মঙ্গলবার সকালে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেল দুই ভাই শিভম সাউ (২০) ও সুজন সাউ (২৩)। জানা গিয়েছে, দু’জনেরই বাড়ি কাটোয়া শহরের ন্যাশনাল পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরবেলা বাবা ও কাকার সঙ্গে ছট পুজোর আচার পালন করতে দেবরাজ ঘাটে যান দুই ভাই। নিয়ম রীতি শেষে ভাগীরথী নদীতে স্নান করতে নামেন তারা। সেই সময় হঠাৎ পা পিছলে জলে তলিয়ে যান দু’জনেই। মুহূর্তের মধ্যেই তারা গভীর জলের স্রোতে ভেসে যায়। পরিবারের সদস্যরা চিৎকার করে সাহায্য চাইলে, আশপাশের ঘাটে উপস্থিত পুণ্যার্থীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। কাটোয়া থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তলব করে।
advertisement
advertisement
দ্রুত তল্লাশি অভিযান শুরু হয় ভাগীরথীর জলে। তল্লাশি চললেও এখনও পর্যন্ত দুই ভাইয়ের কোনও খোঁজ মেলেনি। ডুবুরিরা অবিরামভাবে নদীর গভীরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে ভিড় জমেছে অসংখ্য মানুষজনের। নিখোঁজ দুই ভাইয়ের পরিবার শোকে ভেঙে পড়েছে। দেবরাজ ঘাট জুড়ে নেমে এসেছে গভীর নীরবতা। ছট পুজোর সকাল, যেখানে চারিদিকে ছিল ভক্তি, আনন্দ ও উৎসবের আবহ সেই আনন্দমুখর পরিবেশই মুহূর্তে শোকের আবরণে ঢেকে যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দেবরাজ ঘাট ও আশপাশের ঘাটে হাজার হাজার মানুষ স্নান ও আরাধনায় ব্যস্ত থাকলেও, এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যেন উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা কাটোয়া শহরে। ছট পুজোর সকালে এমন মর্মান্তিক ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে শুধু দেবরাজ ঘাটেই নয়, গোটা কাটোয়া জুড়েই। ঘাটে উপস্থিত এক ব্যক্তি বলেন, “চোখের সামনে কিভাবে কি হয়ে গেল নিজেরই বিশ্বাস হচ্ছেনা। সত্যিই এই ঘটনা বেদনাদায়ক।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 28, 2025 9:18 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhat Puja : ছট পুজোয় বাবা-কাকার সঙ্গে জলে নেমে তলিয়ে গেল দুই ভাই, ভাগীরথী 'উথালপাতাল' করেও মেলেনি খোঁজ

