Jalpaiguri News: জমিতে বিষ, শত শত পাখির অকালে প্রাণ গেল জলপাইগুড়িতে! চাঞ্চল্য এলাকায়, কড়া পদক্ষেপের পথে বন দফতর
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Jalpaiguri News: শত শত পক্ষী মৃত্যু ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির গড়ালবাড়িতে! কীভাবে ঘটল এই ঘটনা? জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি অঞ্চলের ভূজারী পাড়া বুথ এলাকায় বিষ প্রয়োগ করে শতাধিক পাখি হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: শত শত পক্ষী মৃত্যু ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির গড়ালবাড়িতে! কীভাবে ঘটল এই ঘটনা? জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি অঞ্চলের ভূজারী পাড়া বুথ এলাকায় বিষ প্রয়োগ করে শতাধিক পাখি হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এলাকার এক বাসিন্দা নিজের জমিতে বিষ প্রয়োগ করায় বহু পাখি ও গৃহপালিত মুরগি প্রাণ হারায়।
স্থানীয়দের দাবি, বিষক্রিয়ায় মৃত পাখি ও মুরগির সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে। অনেক পাখি জমিতে বিষমিশ্রিত খাদ্য খেয়ে কিছুটা দূরে গিয়ে মারা পড়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, এভাবে নির্বিচারে বিষ প্রয়োগ শুধু পাখি নয়, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর। জলপাইগুড়ি ডিভিশনের রেঞ্জ অফিসার দূর্বা শেরপা জানান, “আমরা এসে প্রায় ৪০টির মতো মৃত পাখি দেখতে পাই। সেগুলি সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পশু-পাখি সুরক্ষা সংগঠনের সদস্য প্রীতম দাস জানান, অভিযুক্ত জমির মালিককে আগেও বিষ প্রয়োগের কুফল সম্পর্কে একাধিকবার সচেতন করা হয়েছিল। কিন্তু তাতেও কোনও পরিবর্তন না হওয়ায় বিষয়টি বড় দফতরের নজরে আনা হয়। তাঁর মতে, বন দফতরের কঠোর পদক্ষেপই ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবেশপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের স্বার্থে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোড়াল দাবি উঠেছে এলাকাজুড়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 30, 2025 2:06 PM IST









