Murshidabad News: কলকাতা-সহ আছে হাতেগোনা কয়েকটি পৌরসভাতেই, এবার সেই সুপার সাকশন মেশিন এল বহরমপুরে! বিরাট সুবিধা পাবেন শহরবাসীরা
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Murshidabad News: বর্ষার সময় বহরমপুর শহরবাসীকে পড়তে হয় প্রবল সমস্যায়। জল জমে শহরের একাংশ ঘটে বিপত্তি। তবে এবার মিটবে সমস্যা। বহরমপুরে নতুন বছরের আগেই এল এক অত্যাধুনিক প্রযুক্তির মেশিন।
বহরমপুর, কৌশিক অধিকারী: বর্ষার সময় বহরমপুর শহরবাসীকে পড়তে হয় প্রবল সমস্যায়। জল জমে শহরের একাংশ ঘটে বিপত্তি। তবে এবার মিটবে সমস্যা। বহরমপুরে নতুন বছরের আগেই এল এক অত্যাধুনিক প্রযুক্তির মেশিন। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি নারকেল ফাটিয়ে ও সবুজ পতাকা দেখিয়ে সুপার সাকশন মেশিন গাড়িটির শুভ উদ্বোধন করেন। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি বলেন, বহরমপুর শহর যাতে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তার জন্য আগামী দিনে আরও মেশিন আনা হবে বলে।
শহরের বড় বড় ড্রেনগুলিতে পরিষ্কার করতে নিয়ে যাওয়া হবে এই মেশিন এবং কাদামুক্ত পাক ও জল একত্রিত করে তোলা হবে। যখন তোলা হবে তখন কাদা আলাদা হয়ে যাবে জল আলাদা হয়ে যাবে। এটিই হল এই মেশিনের বিশেষত্ব। জল নিয়ে গিয়ে ডাম্পিং গাউন্ডে ফেলে দেওয়া হবে। একদিনে যদি তিনবার ট্রিপে কাজ করা যায়।
advertisement
advertisement
যে সকল বড় বড় শহরের ড্রেনগুলি নোংরা আবর্জনা সরিয়ে পরিষ্কার করতে লেবারদের সময় লাগত ১৫-২০ দিন, সেই কাজ হবে মাত্র একদিনে। বর্ষার সময় এটি খুবই কার্যকরী হবে। ১০ হাজার লিটার ক্যাপাসিটি এই সুপার সাকশন মেশিনটি। মুর্শিদাবাদের বহরমপুর শহর গলিপথ এবং রাজপথ মিলে প্রায় ৪০৩ কিলোমিটার ড্রেন আছে। তার মধ্যে হাই ড্রেন রয়েছে। যখন ব্যাপক পরিমাণ কাদামাক্ত পাক হয় খুব কম সময়ে দ্রুত কাজটি করা সম্ভব হবে এই মেশিনের দ্বারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মানুষ সব সময় ঝাঁ-চকচকে শহর দেখতে পাবে এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে তাহলে শহরের সৌন্দর্যায়ন হারিয়ে যাবে। মূল উদ্দেশ্য হচ্ছে শহরের সচেনতা বৃদ্ধি এবং শহরকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এই মেশিন শুধুমাত্র কলকাতা কর্পোরেশন এবং রাজ্যের বড় বড় দু’চারটে পুরসভাতে আছে, মফস্বল পুরসভাতে প্রথম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Dec 29, 2025 6:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: কলকাতা-সহ আছে হাতেগোনা কয়েকটি পৌরসভাতেই, এবার সেই সুপার সাকশন মেশিন এল বহরমপুরে! বিরাট সুবিধা পাবেন শহরবাসীরা









