Malda News: গোপালের সঙ্গে পিকনিক! গাজোলে শতাধিক গোপাল মূর্তি নিয়ে অভিনব বনভোজনের আয়োজন, অটুট ৭ বছরের পরম্পরা
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Malda News: প্রায় ১৬ রকম রান্নার সামগ্রী দিয়ে গোপালের ভোগ তৈরি করা হয়। ভক্তি ও উৎসাহের মধ্য দিয়ে এই বনভোজন অনুষ্ঠানে মাতেন গ্রামবাসীরা।
মালদহ, জিএম মোমিনঃ শীতের মরশুমে প্রায়ই বনভোজনের আয়োজন দেখা দেয়। পিকনিকের মরশুমে এবার মালদহে বিশেষ বনভোজনের আয়োজন করা হল। এক অন্যরকম বনভোজনে মাতলেন গ্রামবাসীরা। পর্যটক নয়, এবার গ্রামের শতাধিক বাড়ির গোপাল মূর্তিকে একত্রিত করে মালদহের গাজোলের আকন্দা গ্রামে বনভোজনের আয়োজন করা হল।
প্রায় ১৬ রকম রান্নার সামগ্রী দিয়ে গোপালের ভোগ তৈরি করা হয়। ভক্তি ও উৎসাহের মধ্য দিয়ে এই বনভোজন অনুষ্ঠানে মাতেন গ্রামবাসীরা। বনভোজন উদ্যোক্তা নয়ন বিশ্বাস সরকার জানান, “শীতের মরশুমে যেভাবে বাঙালিরা পৌষ মাসে বনভোজনে মেতে ওঠেন ঠিক একইভাবে এই শীতের মরশুমে গ্রামবাসীরা মিলে গ্রামের শতাধিক বাড়ি থেকে আগত গোপাল ঠাকুরকে নিয়ে বনভোজনের আয়োজন করেছি।”
advertisement
আরও পড়ুনঃ শ্রদ্ধা-পরিবেশ দু’টোই বিপন্ন! বক্রেশ্বর মহাশ্মশান নিয়ে গুরুতর অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সরব তীর্থযাত্রীরাও
আরেক উদ্যোক্তা রিনা প্রামাণিক জানান, “প্রায় সাত বছর ধরে গ্রামবাসীরা মিলে এই বনভোজনের আয়োজন করে আসছি। ভক্তি সহকারে বনভোজনের আয়োজন করা হয়। গ্রাম এবং আশেপাশে গ্রাম থেকে শতাধিক মহিলারা গোপাল ঠাকুরের মূর্তি নিয়ে এসে এই বনভোজনে শামিল হন।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিনের এই বনভোজনে গ্রামবাসীদের মধ্যে প্রবল উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। গ্রামের বাড়ি বাড়ি থেকে শতাধিক গোপালকে একত্রিত করে বনভোজন উৎসবে মাতেন গ্রামের মহিলারা। পাশাপাশি এই বনভোজন উপলক্ষে আয়োজন করা হয় ভগবত পাঠ ও মেলার। গ্রামবাসীদের এমন আয়োজন নজর কেড়েছে সকলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Dec 30, 2025 2:01 PM IST







