Khaleda Zia Passes Away: খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ জলপাইগুড়ি! জঙ্গল ঘেরা শহরে কী এমন ছিল! সামনে এল অজানা বড় ঘটনা

Last Updated:

Khaleda Zia Passes Away: জলপাইগুড়ি শহরে ব্যাঙ্কিং এবং শেয়ার কেনাবেচার সঙ্গে যুক্ত 'দাশ অ্যান্ড কোম্পানি'তে কাজ করতেন খালেদা জিয়ার বাবা মহম্মদ ইসকান্দর। দেশভাগের পরবর্তী সময়ে চক্রবর্তী পরিবারের সঙ্গে জমি বিনিময় করে বাংলাদেশে চলে যায় খালেদা জিয়ার পরিবার।

জলপাইগুড়িতে জন্মেছিলেন খালেদা জিয়া
জলপাইগুড়িতে জন্মেছিলেন খালেদা জিয়া
শান্তনু কর, জলপাইগুড়ি: খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ জলপাইগুড়ি। এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সুনীতি বালা সদর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা। নয়াবস্তি পাড়াতে বসবাস ছিল পরিবারের। জলপাইগুড়ি শহরে ব্যাঙ্কিং এবং শেয়ার কেনাবেচার সঙ্গে যুক্ত ‘দাশ অ্যান্ড কোম্পানি’তে কাজ করতেন খালেদা জিয়ার বাবা মহম্মদ ইসকান্দর। দেশভাগের পরবর্তী সময়ে চক্রবর্তী পরিবারের সঙ্গে জমি বিনিময় করে বাংলাদেশে চলে যায় খালেদা জিয়ার পরিবার। তারপর থেকে আর ফেরেননি এই শহরে। কিন্তু তার আত্মীয়দের নিয়মিত আসা যাওয়া রয়েছে।
মঙ্গলবার সকালে খালিদা জিয়ার মৃত্যু সংবাদে মন খারাপ অনেকেরই। তার পুরনো স্কুলের বর্তমান কর্তৃপক্ষের মনও ভারাক্রান্ত। স্কুলে স্মরনসভা করা নিয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে। দীর্ঘ রোগভোগের পর, মঙ্গলবার সকালে প্রয়াত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
আরও পড়ুনঃ দুঃস্বপ্ন দেখলে কখনও ‘বোবা’য় ধরেছে আপনাকে? ছটফট করলেও কেন ঘুমের মধ্যে চিৎকার করা যায় না? জানুন বৈজ্ঞানিক কারণ
খালেদা জিয়ার মৃত্যুর পর মঙ্গলবার নিজের শোকবার্তায় মুহম্মদ ইউনূস বলেন, ‘বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’ খালেদা জিয়ার প্রয়ানে শোকজ্ঞাপন করেছেন শেখ হাসিনাও।
advertisement
advertisement
খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ এবং আবার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী, প্রথম পাকিস্তানের বেনজির ভুট্টো। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি, তার ছেলে তারেক রহমান তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। দলীয় এক বিবৃতি অনুসারে, আজ সকাল ছ’টায় খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হচ্ছে। হৃদরোগ, ডায়াবেটিস এবং ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এদিন হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Khaleda Zia Passes Away: খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ জলপাইগুড়ি! জঙ্গল ঘেরা শহরে কী এমন ছিল! সামনে এল অজানা বড় ঘটনা
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement