Jalpaiguri News: বকেয়া বোনাস-মজুরি চাই! নাগেশ্বরী চা বাগানে লাগাতার আন্দোলন-গেট মিটিং শ্রমিকদের, এবার দেওয়া হল বড় হুঁশিয়ারি
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Jalpaiguri News: ২৩ ডিসেম্বর শ্রমিকদের পাক্ষিক মজুরি দেওয়ার কথা থাকলেও ২৯ ডিসেম্বর পর্যন্ত তা দেওয়া হয়নি। শুধু অ্যাডভান্স হিসেবে শ্রমিকদের হাজার টাকা করে দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া ৫ শতাংশ বোনাস দেওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে।
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ চা বাগানের শ্রমিকদের মজুরি, বোনাস নিয়ে জটিলতা। সেই সঙ্গেই বুধবারের মধ্যে বকেয়া ৫ শতাংশ বোনাস দেওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানে লাগাতার আন্দোলন ও গেট মিটিং চলছে।
গত ২৩ ডিসেম্বর শ্রমিকদের পাক্ষিক মজুরি দেওয়ার কথা ছিল। এরপর দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে গেলেও তা হাতে আসেনি। ২৯ ডিসেম্বর পর্যন্ত এই টাকা দেওয়া হয়নি। শুধুমাত্র অ্যাডভান্স হিসেবে শ্রমিকদের হাজার টাকা করে দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া ৫ শতাংশ বোনাস দেওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ আটকে গেল চার লেনের মহাসড়ক তৈরির কাজ! ক্ষতিপূরণ না দিয়েই অবৈধভাবে কাজের অভিযোগ, কাঠগড়ায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ
এই পরিস্থিতিতে শনিবার, সোমবারের পর মঙ্গলবার সকালেও শীতকে উপেক্ষা করে বাগানের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের তরফে গেট মিটিং করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে এই গেট মিটিং হয়। এরপর ফের কাজে যোগদান করেন শ্রমিকেরা।
advertisement
advertisement
তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নাগেশ্বরী চা বাগানের সভাপতি সাধনা ওরাওঁ বলেন, একই মালিকানাধীন কিলকোট চা বাগানের শ্রমিকদের পাক্ষিক মজুরি দিয়ে দেওয়া হলেও নাগেশ্বরী চা বাগানের শ্রমিকদের শুধুমাত্র অ্যাডভান্স হিসেবে হাজার টাকা করে দেওয়া হয়েছে। ২৯ তারিখ পেরিয়ে গেলেও বকেয়া মজুরি দেওয়া হয়নি। এই রকম পরিস্থিতি চলতে থাকলে আগামীতে আমরা লাগাতার আন্দোলনে নামতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 30, 2025 1:11 PM IST









