Alipurduar News: হোটেল, রেস্তোরাঁ ও পানশালায় ফুড সেফটি বিভাগের আচমকা অভিযান! গোছা গোছা গুটকা উদ্ধার, দোকান ছেড়ে চম্পট দিল মালিক
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Alipurduar News: ফালাকাটায় অভিযান জেলা স্বাস্থ্য দফতরের ফুড সেফটি বিভাগের। হোটেল, রেস্তোরাঁ ও পানশালা চলল অভিযান। গোছা গোছা গুটকা উদ্ধার। বেকায়দায় পড়ে দোকান ছেড়ে পালিয়ে গেলেন এক দোকান মালিক।
ফালাকাটা, আলিপুরদুয়ার: ফালাকাটাতে অভিযান জেলা স্বাস্থ্য দফতরের ফুড সেফটি বিভাগের। হোটেল, রেস্তোরাঁ ও পানশালা চলল অভিযান। গোছা গোছা গুটকা উদ্ধার করেছেন আধিকারিকেরা। বেকায়দায় পড়ে দোকান ছেড়ে পালিয়ে গেলেন এক দোকান মালিক।
জেলা স্বাস্থ্য দফতর এবং ফালাকাটা পুলিশের যৌথ উদ্যোগে মঙ্গলবার ফালাকাটার বিভিন্ন খাবারের দোকান, মিষ্টির দোকান, হোটেল, রেস্তোরাঁ ও নেশাজাত দ্রব্য বিক্রয়ের দোকানে অভিযান চলল। ফালাকাটার কয়েকটি হোটেল ও নামকরা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ক্ষতিকর খাবারের রঙ, রান্না করা বিভিন্ন খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। যা আধিকারিকরা নষ্ট করে দিয়েছেন। এর পাশাপাশি দোকান মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নারী-পুরুষ ভেদাভেদ ভুলে সংসারের হাল ধরেছেন! সুবর্ণরেখায় ভেসে সামান্য উপার্জন, তা দিয়েই নুন-ভাতে দিন গুজরান
প্রকাশ্য দিবালোকে ধূমপান করার জন্য একজনকে জরিমানাও করা হয় এদিন। ফালাকাটা সরকারি বাসস্ট্যান্ডের উলটো দিকে পান-গুটকা নেশা জাত দ্রব্যের একটি দোকানে তল্লাশি করতে গেলে দোকান মালিক দোকান ছেড়ে পালিয়ে যান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে মালদহের দুই ‘সু-কন্যা’! জোড়া সাফল্যে গর্বে বুক চওড়া জেলাবাসীর
জেলা স্বাস্থ্য দফতরের টোবাকো কন্ট্রোল অফিসার সঞ্জীব কুমার সরকার বলেন, “ফুট সেফটি এবং গুটকা এই দুটি বিষয়ের উপর আজকে অভিযান করা হল। আজকে বিভিন্ন খাবার দোকান এবং সমস্ত গুটকা ব্যবসায়ীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান নিয়মিত চলবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 30, 2025 1:19 PM IST









