Malda News: প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে মালদহের দুই 'সু-কন্যা'! জোড়া সাফল্যে গর্বে বুক চওড়া জেলাবাসীর
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Malda News: ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন মালদহ কলেজের এনএসএস এবং এনসিসি বিভাগের দুই কলেজ ছাত্রী। একই সঙ্গে দুই কলেজ পড়ুয়ার এমন সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে।
মালদহ, জিএম মোমিন: এবারে দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসে হাঁটবে মালদহের দুই কন্যা। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে হতে চলা কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন মালদহ কলেজের এনএসএস এবং এনসিসি বিভাগের দুই কলেজ ছাত্রী। একই সঙ্গে দুই কলেজ পড়ুয়ার এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে জেলা জুড়ে।
ইতিমধ্যে প্যারেডে অংশগ্রহণের আগে প্রশিক্ষণের জন্য রওনা দিয়েছেন এনসিসি সদস্য পুনম সরদার এবং এনএসএস সদস্য ঐশ্বর্য সরকার। দুজনেই মালদহ কলেজের পড়ুয়া। পুনম সংস্কৃতের এবং ঐশ্বর্য অঙ্কের ছাত্রী। এদিন দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে মালদহ কলেজে সংবর্ধনা জানানো হয় ঐশ্বর্য সরকারকে।
আরও পড়ুনঃ নিউ ইয়ারের আগে একী সর্বনাশ! নরঘাটে তুলো কারখানায় বীভৎস আগুন, মুহূর্তে ভস্মীভূত, আহত মালিক
কলেজ ছাত্রী তথা এনএসএস সদস্য ঐশ্বর্য সরকার জানান, “এই প্রথম এত বড় জায়গায় প্যারেডে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। এনএসএস যোগ দেওয়ার এক বছরে এমন জায়গায় আসতে পেরে খুব ভাল লাগছে।”
advertisement
advertisement
মালদহ কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য জানান, “প্রতিবছরই জেলা থেকে এনসিসি বিভাগের একজন সদস্য প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্যারেডে অংশগ্রহণ করার সুযোগ পায়। তবে এই প্রথম গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এনএসএস বিভাগের কোন সদস্য এমন সুযোগ করে নিয়েছে। বিশ্ববিদ্যালয় স্তর থেকে জাতীয় স্তরের জোন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্যতার পর এমন সুযোগ হয়েছে এই দুই কলেজ ছাত্রীর। শুধু কলেজ নয় দুই ছাত্রীর এমন সাফল্যে গর্বিত জেলার মানুষ।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে মালদহ জেলার এই দুই ছাত্রীর অংশগ্রহণে খুশির হাওয়া দেখা দিয়েছে জেলা জুড়ে। দিল্লির রাজপথে ২৬ জানুয়ারি হতে চলা প্রজাতন্ত্র দিবসে প্যারেড অনুষ্ঠানে মালদহের দুই ছাত্রীর প্রতিনিধিত্ব দেখার অপেক্ষায় বুক বেঁধেছেন মালদহ জেলাবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Dec 30, 2025 11:55 AM IST









