East Medinipur Fire: নিউ ইয়ারের আগে একী সর্বনাশ! নরঘাটে তুলো কারখানায় বীভৎস আগুন, মুহূর্তে ভস্মীভূত, আহত মালিক
- Reported by:Sujit Bhoumik
- local18
- Published by:Aishwarya Purkait
Last Updated:
East Medinipur Cotton Factory Fire: নিউ ইয়ারের আগে একী সর্বনাশ। নরঘাটে তুলো কারখানায় ভয়াবহ আগুন। মুহূর্তের মধ্যে ভস্মীভূত তুলো কারখানা। লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে কারখানার মালিক। অগ্নিকাণ্ডের জেরে আহত হয়েছেন তিনি।
পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিক: নিউ ইয়ারের আগে একী সর্বনাশ হল। তুলো কারখানায় ভয়াবহ আগুন। নরঘাটে মুহূর্তের মধ্যে ভস্মীভূত তুলো কারখানা। লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে কারখানার মালিক। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন তিনি।
আগুনে ভস্মীভূত লক্ষাধিক টাকার তুলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জন। পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর ব্লকের অন্তর্গত নরঘাটের জলপাইয়ে সোমবার একটি তুলো কারখানায় আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় বালাপোশ তৈরির কাজ হয়।
আরও পড়ুনঃ শিলিগুড়ির গর্ব ঋষিরাজ! শ্রীলঙ্কার মাটিতে মার্শাল আর্টসে জোড়া রুপো জয়, আন্তর্জাতিক মঞ্চ কাঁপিয়ে শহরে সংবর্ধনা
ডাঁই করে রাখা তুলোয় আগুন লাগে গিয়েছে এদিন। তুলো দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। কারখানার থেকে ধোঁয়ার কুণ্ডলী ও আগুন বের হতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। চিৎকার চেঁচামেচির জেরে সাড়া পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয়রাই প্রথমে কারখানার আগুন নেভাতে হাত লাগায়। খবর দেওয়া হয় পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মঞ্চের আলো নিভলেই কালিকাপাতারি শিল্পীদের জীবন ডোবে অভাবের অন্ধকারে! তবু গ্রামবাংলার গন্ধ মাখা লোকনৃত্য বাঁচিয়ে রাখার অদম্য লড়াই জারি
ঘটনাস্থলে পৌঁছয় চন্ডিপুর থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই তুলো কারখানার মালিক আহত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা পেরিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Dec 29, 2025 7:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur Fire: নিউ ইয়ারের আগে একী সর্বনাশ! নরঘাটে তুলো কারখানায় বীভৎস আগুন, মুহূর্তে ভস্মীভূত, আহত মালিক








