Howrah News: মঞ্চের আলো নিভলেই কালিকাপাতারি শিল্পীদের জীবন ডোবে অভাবের অন্ধকারে! তবু গ্রামবাংলার গন্ধ মাখা লোকনৃত্য বাঁচিয়ে রাখার অদম্য লড়াই জারি

Last Updated:

Howrah News: গ্রামবাংলার মাটির গন্ধ মাখা লোকশিল্প কালিকাপাতারি আজ ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। এই শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে যাঁরা আজও মঞ্চে উঠে গান-অভিনয়ে প্রাণ ঢালেন, তাঁদের জীবন গ্রাস করছে অভাবের অন্ধকার।

+
কালিকাপাতারি

কালিকাপাতারি শিল্পী কৃষ্ণা রাইল

হাওড়া, রাকেশ মাইতি: মঞ্চের আলো নিভলেই অভাবের অন্ধকার। কালিকাপাতারি শিল্পী কৃষ্ণার জীবনসংগ্রাম। লোকশিল্প কালিকাপাতারি আজও গ্রামবাংলার সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের জীবনযাপন এখনও কঠিন বাস্তবতায় ঘেরা।
গ্রামবাংলার মাটির গন্ধ মাখা লোকশিল্প কালিকাপাতারি আজ ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। এই শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে যাঁরা আজও মঞ্চে উঠে গান-অভিনয়ে প্রাণ ঢালেন, তাঁদের জীবনের গল্প খুব কমই শোনা যায়। তেমনই এক সংগ্রামী শিল্পীর নাম কৃষ্ণা রাইল।
আরও পড়ুনঃ ১৫ ফুটের মানকচু, ৩৫ কেজির লাউ! বাণীপুর লোকউৎসব মেলায় ‘বড়’ চমক, দৈত্যাকার সবজির এমন কৃষি প্রদর্শনী আগে কখনও দেখেননি
অভাবের পরিবারে জন্ম কৃষ্ণার। ছোটবেলা থেকেই সংসারের টানাটানি, নুন-ভাতের জন্য লড়াই ছিল নিত্যসঙ্গী। কিন্তু দারিদ্র্য তাঁর স্বপ্ন কেড়ে নিতে পারেনি। শৈশবকাল থেকেই তিনি যুক্ত কালিকাপাতারি দলের সঙ্গে। মায়ের হাত ধরে প্রথম মঞ্চে ওঠা, ঢাকের তালে তালে দেবীর বন্দনা-এই ভাবেই বড় হয়ে ওঠা কৃষ্ণার। পড়াশোনার পাশাপাশি লোকশিল্পই হয়ে ওঠে তাঁর জীবনের একমাত্র অবলম্বন। কখনও মঞ্চ আলোয় ঝলমল, আবার কখনও অনাহার-এই দু’য়ের মাঝেই কাটছে তাঁর জীবন। সময় বদলেছে, কিন্তু শিল্পীর ভাগ্য বদলায়নি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শখের বশে সফল ব্যবসায়ী! ইউটিউব দেখে অর্গানিক মেহেন্দি বানানো শিখে দু’হাতে রোজগার, অনিতার সাফল্য বহু মহিলার অনুপ্রেরণা
বর্তমানে কৃষ্ণা ও তাঁর স্বামী দু’জনেই কালিকাপাতারি দলে অভিনয় করেন। গ্রামে গঞ্জে যেখানে ডাক আসে, সেখানেই ছুটে যান। কখনও দূরদূরান্তে হেঁটে, কখনও গাড়িতে চেপে পৌঁছতে হয় অনুষ্ঠান স্থলে। সারারাত অভিনয়ের পর ভোরের আলো ফোটার আগেই ফের বাড়ি ফেরা। তবুও হাতে আসে সামান্য কিছু পারিশ্রমিক। সেই টাকাতেই কোনও মতে চলে সংসার। নিয়মিত কাজের নিশ্চয়তা নেই, নেই কোনও সরকারি সহায়তার ভরসা। তবুও লোকসংস্কৃতির প্রতি অগাধ ভালবাসাই তাদের বারবার মঞ্চে ফিরিয়ে আনে। কৃষ্ণা বলেন, ‘শিল্পটাই আমাদের জীবন। না করলে বাঁচব কী করে।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষ্ণার স্বামী বলেন, ‘এই কাজটা আমরা ভালবেসে করি। কিন্তু ভালবাসা দিয়ে তো সংসার চলে না। কোনও দিন কাজ থাকে, কোনও দিন থাকে না। তবুও কালিকাপাতারি ছেড়ে অন্য কিছু করতে মন মানে না। এই শিল্পটাই আমাদের পরিচয়, আমাদের বাঁচার অবলম্বন।’
advertisement
অভাব, অনিশ্চয়তা আর সামাজিক অবহেলার মাঝেও কালিকাপাতারি শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন কৃষ্ণা রায়। তার মতো অসংখ্য লোকশিল্পীর ঘাম, কষ্ট আর আত্মত্যাগের উপর দাঁড়িয়ে আজও টিকে আছে বাংলার লোকসংস্কৃতি। প্রশ্ন থেকে যায়, এই শিল্প আর শিল্পীদের রক্ষায় কি সমাজ ও প্রশাসনের দায়িত্ব নয়?
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মঞ্চের আলো নিভলেই কালিকাপাতারি শিল্পীদের জীবন ডোবে অভাবের অন্ধকারে! তবু গ্রামবাংলার গন্ধ মাখা লোকনৃত্য বাঁচিয়ে রাখার অদম্য লড়াই জারি
Next Article
advertisement
Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • কুলদীপ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ৷

  • দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট৷

  • নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অবসরকালীন বেঞ্চের৷

VIEW MORE
advertisement
advertisement