Siliguri News: শিলিগুড়ির গর্ব ঋষিরাজ! শ্রীলঙ্কার মাটিতে মার্শাল আর্টসে জোড়া রুপো জয়, আন্তর্জাতিক মঞ্চ কাঁপিয়ে শহরে সংবর্ধনা
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Siliguri Martial Art Champion: শিলিগুড়ির গর্ব ঋষিরাজ মহাজন। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর শ্রীলঙ্কার গল শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক মার্শাল আর্টস প্রতিযোগিতায় দুটি সিলভার মেডেল অর্জন করেন। বিদেশের মাটিতে শিলিগুড়ির নাম উজ্জ্বল।
শিলিগুড়ির ক্রীড়াজগতে গর্বের নতুন অধ্যায় রচনা করলেন ঋষিরাজ মহাজন। শিলিগুড়ি শহরের ছেলে, লেকটাউন স্পোর্টস একাডেমির সুযোগ্য ছাত্র ঋষিরাজ ২০২৫ সালের ১৯ ডিসেম্বর শ্রীলঙ্কার গল শহরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক মার্শাল আর্টস প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজস্ব বিভাগে দুটি সিলভার মেডেল অর্জন করেন। বিদেশের মাটিতে তাঁর এই সাফল্যে খুশির হাওয়া শিলিগুড়ি জুড়ে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement
advertisement
আয়োজকদের বক্তব্য, এই সংবর্ধনার মূল উদ্দেশ্য শুধু একজন ক্রীড়াবিদকে সম্মান জানানো নয়, বরং মার্শাল আর্টসকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। ঋষিরাজ মহাজনের এই সাফল্য ভবিষ্যতে শিলিগুড়ি থেকে আরও অনেক আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ উঠে আসার অনুপ্রেরণা হয়ে থাকবে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)








