আরও পড়ুনঃ ফের রাজ্যে উত্তুরে হাওয়ার দাপট! এইদিন থেকে আবারও বাংলায় শীতের ইনিংস শুরু! বড় ঘোষণা হাওয়া অফিসের
সেইসময় এক লেপার্ড এসে তার উপর ঝাপিয়ে পড়ে।২০ মিনিট ধরে ফুলমায়া লেপার্ডটির সঙ্গে রীতিমত যুদ্ধ চালায়। কিন্তু ততক্ষণে লেপার্ডটি মুখে আঁচড় দিয়ে দিয়েছিল ফুলমায়ার। এরপরেই চিৎকার শুরু করে ফুলমায়া। তাঁর আর্তনাদ শুনে অন্যান্য শ্রমিকরা দৌড়ে এলে লেপার্ড পালিয়ে যায়।এরপর শ্রমিকরা ফুলমায়াকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।তবে শুধু মুখ নয়, তাঁর দুই হাতে রয়েছে গভীর ক্ষত।
advertisement
প্রাথমিক চিকিৎসা লতাবাড়িতে হলেও, উন্নত চিকিৎসার জন্য তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ফুলমায়ার সহকর্মী উষা লামা জানান, “আমরা রায়মাটাং চা বাগানের বাসিন্দা। রোজ অস্থায়ী শ্রমিকের কাজের জন্য এই বাগানে আসি। ফুলমায়া আমাদের সঙ্গে থাকে। তবে আজ ও মধ্যাহ্ন ভোজন তাড়াতাড়ি সেরে ফেলায় বাগানে প্রবেশ করে যায় আগেই। এরপর এই ঘটনা।\”
Annanya Dey






