Jalpaiguri News: বিধ্বংসী বন্যার পর 'ঈশ্বরের আশীর্বাদ'! কৃষকেরা খুঁজে পেলেন নতুন ভরসা, 'এই' জিনিসেই বাড়ছে হু হু করে ফলন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: কয়েকদিন আগের বন্যা সব কেড়ে নিলেও তারই রেখে যাওয়া পলিতে এখন জীবনের নতুন বীজ বুনছেন চাষিরা। কেউ জমিতে সেচের কাজ শুরু করেছেন, কেউ আবার জমির উপরের পলিকে মাটির গভীরে মিশিয়ে দিচ্ছেন।
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ পলি যেন ঈশ্বরের আশীর্বাদ! তিস্তার পলির উপর ভরসা করে নতুন আশায় চাষিরা। কয়েকদিন আগেও তিস্তা নদীর জল ছিল আতঙ্কের কারণ। বন্যার জলে ভেসে গিয়েছিল বহু ঘরবাড়ি, ফসলের জমি। কিন্তু আজ সেই নদীরই পলি কৃষকদের কাছে হয়ে উঠেছে নতুন আশীর্বাদ। তিস্তাপাড়ের মানুষেরা এখন শীতের ফসলের প্রস্তুতিতে ব্যস্ত।
নদীর পলি জমে মাটির গুণগত মান চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। কৃষকেরা জানাচ্ছেন, আগে যেখানে শতভাগ জৈব ও রাসায়নিক সার ব্যবহার করতে হত, এখন সেখানে মাত্র ২৫ ভাগ সার দিলেই দারুণ ফলন হচ্ছে। বিশেষত আলু ও রবিশস্য চাষে পলিযুক্ত মাটির ফলন দেখে চাষিদের মুখে হাসি ফুটেছে। ধ্বংসের মধ্যেই যেন নতুন জীবনের আভাস খুঁজে পাচ্ছেন তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি-হলদিবাড়ি-মালবাজার, ঘন ঘন বাস পরিষেবায় স্বস্তি যাত্রীদের
কয়েকদিন আগের বন্যা সব কেড়ে নিলেও তারই রেখে যাওয়া পলিতে এখন জীবনের নতুন বীজ বুনছেন চাষিরা। কেউ জমিতে সেচের কাজ শুরু করেছেন, কেউ আবার জমির উপরের পলিকে মাটির গভীরে মিশিয়ে দিচ্ছেন। স্থানীয় কৃষক পরেশ বর্মন জানালেন, “তিস্তার পলি যেন ঈশ্বরের আশীর্বাদ। আগের মতো সার দিতে হচ্ছে না, ফসলও ভাল হচ্ছে। এবার শীতের চাষে ভরসা ফিরে পেয়েছি।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রকৃতির এই পরিবর্তনই যেন মনে করিয়ে দিচ্ছে বন্যা যতই ভয়াবহ হোক, যতই কেড়ে নিক; ফিরিয়েও দেয় তার অনেক বেশি। আসলে নদী শেষ পর্যন্ত জীবনও দেয়। তিস্তাপাড়ের এই পুনর্জাগরণ যেন উত্তরবঙ্গের কৃষিজীবনের এক নতুন অধ্যায় রচনা করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
October 30, 2025 9:17 AM IST
