Jalpaiguri News: জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি-হলদিবাড়ি-মালবাজার, ঘন ঘন বাস পরিষেবায় স্বস্তি যাত্রীদের

Last Updated:
Jalpaiguri News: শিলিগুড়ি, হলদিবাড়ি ও মালবাজারমুখী যাত্রীদের ভিড় প্রতিদিনই চোখে পড়ার মতো।
1/5
জলপাইগুড়িতে কোন বাস কখন ছাড়ে? রুট কি কি রয়েছে? যাত্রীদের সুবিধার্থে জানুন বিস্তারিত। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, হলদিবাড়ি ও মালবাজার রুটে যাত্রীদের সুবিধা রয়েছে NBSTC এর বাস পরিষেবার। যাত্রীদের সুবিধার্থে জলপাইগুড়ি ডিপো থেকে বিভিন্ন রুটে বাস পরিষেবার সময়সূচি সুশৃঙ্খলভাবে সাজিয়েছে NBSTC (North Bengal State Transport Corporation)। সকাল থেকেই ব্যস্ত থাকে জলপাইগুড়ি বাস ডিপো। শিলিগুড়ি, হলদিবাড়ি ও মালবাজারমুখী যাত্রীদের ভিড় প্রতিদিনই চোখে পড়ার মতো।
জলপাইগুড়িতে কোন বাস কখন ছাড়ে? রুট কি কি রয়েছে? যাত্রীদের সুবিধার্থে জানুন বিস্তারিত। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, হলদিবাড়ি ও মালবাজার রুটে যাত্রীদের সুবিধা রয়েছে NBSTC এর বাস পরিষেবার। যাত্রীদের সুবিধার্থে জলপাইগুড়ি ডিপো থেকে বিভিন্ন রুটে বাস পরিষেবার সময়সূচি সুশৃঙ্খলভাবে সাজিয়েছে NBSTC (North Bengal State Transport Corporation)। সকাল থেকেই ব্যস্ত থাকে জলপাইগুড়ি বাস ডিপো। শিলিগুড়ি, হলদিবাড়ি ও মালবাজারমুখী যাত্রীদের ভিড় প্রতিদিনই চোখে পড়ার মতো।
advertisement
2/5
NBSTC সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে প্রথম বাস সকাল ৬টা, এরপর ৬:৪৫ ও ৭টা থেকে শুরু করে প্রায় প্রতি ১৫ মিনিট অন্তর বাস ছাড়ে। দুপুর একটার পর থেকে বাস পাওয়া যায় প্রতি আধঘণ্টা অন্তর, আর দিনের শেষ বাস ছাড়ে রাত ৮টা ৩০ মিনিটে।
NBSTC সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে প্রথম বাস সকাল ৬টা, এরপর ৬:৪৫ ও ৭টা থেকে শুরু করে প্রায় প্রতি ১৫ মিনিট অন্তর বাস ছাড়ে। দুপুর একটার পর থেকে বাস পাওয়া যায় প্রতি আধঘণ্টা অন্তর, আর দিনের শেষ বাস ছাড়ে রাত ৮টা ৩০ মিনিটে।
advertisement
3/5
অন্যদিকে,জলপাইগুড়ি–হলদিবাড়ি রুটে প্রথম বাস সকাল ৭টায়, এরপর ৭:৩০, ৮টা, ৮:৩০, ৯:২০, ১০:১৫, ১১টা, ১১:৪০, ১২টা, ১টা, ১:৩০, ২:১৫, ৩টা, ৩:৩০ ও ৪টা পর্যন্ত নিয়মিত চলাচল করে। শেষ বাস ছাড়ে সন্ধ্যা ৭টায়।
অন্যদিকে,জলপাইগুড়ি–হলদিবাড়ি রুটে প্রথম বাস সকাল ৭টায়, এরপর ৭:৩০, ৮টা, ৮:৩০, ৯:২০, ১০:১৫, ১১টা, ১১:৪০, ১২টা, ১টা, ১:৩০, ২:১৫, ৩টা, ৩:৩০ ও ৪টা পর্যন্ত নিয়মিত চলাচল করে। শেষ বাস ছাড়ে সন্ধ্যা ৭টায়।
advertisement
4/5
এছাড়া, জলপাইগুড়ি রিপো থেকে মালবাজারগামী বাস পরিষেবা শুরু হয় সকাল ৭টা থেকে, এবং জঙ্গলপথ পেরিয়ে চলা এই রুটে প্রতি আধঘণ্টা অন্তর বাস পাওয়া যায়। শেষ পরিষেবা রাত ৭টা পর্যন্ত চালু থাকে বলে জানিয়েছে ডিপো কর্মীরা।
এছাড়া, জলপাইগুড়ি রিপো থেকে মালবাজারগামী বাস পরিষেবা শুরু হয় সকাল ৭টা থেকে, এবং জঙ্গলপথ পেরিয়ে চলা এই রুটে প্রতি আধঘণ্টা অন্তর বাস পাওয়া যায়। শেষ পরিষেবা রাত ৭টা পর্যন্ত চালু থাকে বলে জানিয়েছে ডিপো কর্মীরা।
advertisement
5/5
যাত্রীদের একাংশের মত, এই নিয়মিত ও নির্ভরযোগ্য পরিষেবা তাদের দৈনন্দিন যাতায়াতকে অনেকটাই সহজ করেছে। স্কুল–কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিসযাত্রী—সবাই সন্তুষ্ট NBSTC–র এই সময়সূচিতে।
যাত্রীদের একাংশের মত, এই নিয়মিত ও নির্ভরযোগ্য পরিষেবা তাদের দৈনন্দিন যাতায়াতকে অনেকটাই সহজ করেছে। স্কুল–কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিসযাত্রী—সবাই সন্তুষ্ট NBSTC–র এই সময়সূচিতে।
advertisement
advertisement
advertisement