Darjeeling Tourism: দার্জিলিঙের এই মন্দিরে মহিলা পর্যটকদের জন্য জারি নতুন নিয়ম! বেড়াতে যাওয়ার আগে জেনে নিন ভাল করে! নয়তো মেয়েরা ঢুকতে পারবেন না!
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling Tourism:মহাকাল মন্দিরে প্রতিদিন দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী ও ভক্ত আসেন। এই ভিড়ের মধ্যে অনেক পর্যটক আধুনিক পোশাকে মন্দিরে প্রবেশ করতেন।
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : দার্জিলিঙের ঐতিহ্যবাহী মহাকাল মন্দিরে পুজো দিতে গেলে এবার থেকেই মহিলাদের মানতে হবে বিশেষ নিয়ম। মন্দির কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ছোট স্কার্ট বা ছোট পোশাক পরা মহিলাদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সম্প্রতি এই নির্দেশিকা পোস্টার আকারে মন্দির চত্বরে টাঙানো হয়েছে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
মহাকাল মন্দিরে প্রতিদিন দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী ও ভক্ত আসেন। এই ভিড়ের মধ্যে অনেক পর্যটক আধুনিক পোশাকে মন্দিরে প্রবেশ করতেন। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র স্থানের মর্যাদা বজায় রাখতে এবং প্রাচীন ধর্মীয় শৃঙ্খলা রক্ষার জন্যই এই নতুন পোশাকবিধি চালু করা হয়েছে। নিয়ম না মানলে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ছোট পোশাক পরে এলে মহিলারা মন্দিরের প্রবেশদ্বারে থাকা ‘দান কাউন্টার’ থেকে দীর্ঘ ঘাঘরা বা উপযুক্ত পোশাক নিতে পারবেন। এই ঘাঘরাগুলি সেখানে রাখার ব্যবস্থাও করেছে কমিটি, যাতে কেউ ইচ্ছে করলেও পুজো দিতে বঞ্চিত না হন। এই ব্যবস্থা ইতিমধ্যেই অনেকের কাছে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে ধরা পড়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
তবে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদল মানুষ মন্দির কর্তৃপক্ষের উদ্যোগকে সমর্থন জানিয়ে বলছেন, “পবিত্র স্থানে শালীন পোশাকই মানানসই।” অপরদিকে, অনেকেই বলছেন, “ধর্মাচরণে পোশাক নয়, মনই আসল। এই নিয়মে নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।” সোশ্যাল মিডিয়াতেও চলছে উত্তপ্ত বিতর্ক।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
উল্লেখ্য, দার্জিলিঙের মহাকাল মন্দিরটি দীর্ঘদিন ধরে পাহাড়ের অন্যতম ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয়দের পাশাপাশি বহু পর্যটকও এই মন্দিরে পুজো দিতে আসেন। ফলে এই নতুন পোশাকবিধি বাস্তবায়নের পর আগামী দিনে দর্শনার্থীদের মধ্যে কী প্রতিক্রিয়া দেখা যায়, সেটাই এখন দেখার বিষয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
