Handicraft Fair: মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু রাজ্য হস্তশিল্প মেলা, এবারের বিশেষ আকর্ষণ ডোকরার গয়না! মেলা কোথায় বসেছে, কতদিন চলবে জানুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Handicraft Fair: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 'রাজ্য হস্তশিল্প মেলা ২০২৫' শুরু হয়েছে। গত ১৭ অক্টোবর থেকে এই মেলা বসছে। এবারের অন্যতম আকর্ষণ ডোকরা ও তামা-পিতলের তার দিয়ে নিত্যনতুন অভিনব গয়না।
দুর্গাপুর, দীপিকা সরকারঃ দুর্গাপুর শিল্পাঞ্চলে হস্তশিল্প মেলায় এবার বিশেষ আকর্ষণ ডোকরার গয়নার পাশাপাশি তামা ও পিতলের তারের তৈরি অভিনব গয়না। তাও আবার খোদ বোলপুর থেকে আসা ডোকরা শিল্পী চোখের সামনে মুহুর্তে বানিয়ে ফেলছেন ডোকরা ও তামা-পিতলের তার দিয়ে নিত্যনতুন অভিনব গয়না। ক্রেতাদের চাহিদা ও পছন্দমতো দ্রুত এইসব গয়না গড়ে ফেলছেন তিনি। দক্ষ শিল্পীর গয়না তৈরির কৌশলও নজর কাড়ছে ক্রেতাদের।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘রাজ্য হস্তশিল্প মেলা ২০২৫’ শুরু হয়েছে। গত ১৭ অক্টোবর থেকে দুর্গাপুরের পলাশডিহা এলাকায় দুর্গাপুর হাটে বসছে এই মেলা, আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে। মেলার আয়োজন করেছে, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতর। এই মেলায় বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলার শিল্পীরা তাঁদের নানান হস্তশিল্পের সম্ভার নিয়ে হাজির হয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ ভারতের গর্ব বর্ধমানের মেয়ে! আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সোনা জয় ছোট্ট প্রত্যুষার, ১২ বছরেই বিরাট সাফল্য
বস্ত্র, গয়না, জুট, বেত, ব্যাগ ও গৃহসজ্জার নানা সামগ্রী নিয়ে শিল্পীরা হাজির হয়েছেন। সেখানে বোলপুরের এক শিল্পী শেখ বাদল, শান্তিনিকেতনের জনপ্রিয় ডোকরার গলার হার, কানের দুল, হাতের বালা, ব্রেসলেট সহ আংটি ও টেরাকোটার গয়না ও তামা-পেতলের তারের তৈরি গয়না নিয়ে হাজির হয়েছেন। মেলার স্টলে বসে অন্যান্য শিল্পীদের মতো তিনিও নিজের হাতে গয়না গড়ে চলেছেন। তাঁর দাবি, দুর্গাপুরে তাঁর হাতের তৈরি গয়নার বেশ চাহিদা রয়েছে। পাশাপাশি তাঁর শৌখিন কাজের জন্য ক্রেতারা তাঁকে উৎসাহিত করছেন বলে দাবি। মেলা থেকে আয়ও হচ্ছে ভালই।
advertisement
advertisement
বাংলার হস্তশিল্প মানেই ঐতিহ্য ও কারিগরির অমূল্য সংযোগ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমবায় ও দেশজ শিল্পের প্রসারের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। ১৯০৫ সালে পতিসরে প্রথম কৃষি সমবায় ব্যাঙ্ক স্থাপন করেছিলেন তিনি, যার উদ্দেশ্য ছিল গরিব প্রজাদের মহাজনের হাত থেকে রক্ষা করা। এছাড়াও শ্রীনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি, যেমন- কৃষি, পশুপালন এবং হস্তশিল্পের উন্নয়নের উপর জোর দিয়েছিলেন, যাতে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকলের কর্মসংস্থান ও উপার্জনের সুযোগ বাড়ে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই সময় থেকেই বোলপুর শান্তিনিকেতনে হস্ত ও কুটির শিল্পের উৎপত্তি হয়। বর্তমানে বীরভূম জেলায় হস্তশিল্পীর সংখ্যাও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শিল্পীরা ভাল অর্থ উপার্জনও করছেন। ওই স্থানীয় শিল্পীদের হাতে তৈরি গয়না, বস্ত্র, শোপিস ও গৃহসজ্জার সামগ্রী আজ বাংলা সহ দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। সেইসব হস্তশিল্পের কাজ শিখে বিভিন্ন জেলায় বহু যুবতী থেকে গৃহবধূ ও পুরুষরা বর্তমানে স্বনির্ভর হচ্ছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 30, 2025 12:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Handicraft Fair: মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু রাজ্য হস্তশিল্প মেলা, এবারের বিশেষ আকর্ষণ ডোকরার গয়না! মেলা কোথায় বসেছে, কতদিন চলবে জানুন
