ভারতের গর্ব বর্ধমানের মেয়ে! আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সোনা জয় ছোট্ট প্রত্যুষার, ১২ বছরেই বিরাট সাফল্য
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
East Bardhaman News: এই প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, রাশিয়া, জাপান, সিঙ্গাপুর, ইউএসএ, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ ১২টি দেশ অংশগ্রহণ করেছিল। সবাইকে টেক্কা দিয়ে স্বর্ণপদক জিতেছে বর্ধমানের ১২ বছর বয়সী প্রত্যুষা কোলে।
advertisement
আন্তর্জাতিক প্রতিযোগিতায় ট্র্যাডিশনাল যোগায় ১০-১২ বছর বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছে সে। পাশাপাশি প্রত্যেকটি বিভাগের চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন্স রাউন্ডে রানার্স আপ হয়েছে প্রত্যুষা। মাত্র ১২ বছর বয়সেই তাঁর এই সাফল্যে দেশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার নাম উজ্জ্বল হল। প্রত্যুষার এই সাফল্যে খুশি গ্রামবাসীরাও। ছোটবেলা থেকেই বর্ধমানের এই কন্যা যোগাসনে জেলা ও রাজ্য স্তরে সাফল্য অর্জন করেছে।
advertisement
advertisement
advertisement
প্রতিযোগিতায় প্রথম হয়ে একটি গোল্ড মেডেল, একটি ট্রফি ও সার্টিফিকেট পায় সে। সমস্ত গ্রুপের প্রথম ও দ্বিতীয়দের নিয়ে হওয়া চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় খুদে বঙ্গতনয়া তাঁর থেকে অনেক বড়দের সঙ্গে লড়াই করে রানার্স হয়। তাঁর এই সাফল্যে যেমন তাঁর বাবা-মা খুশি, তেমনই রাজ্য, জেলা এবং ব্লকের সমস্ত মানুষও ভীষণ আনন্দিত হয়েছেন।
advertisement
পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের একটি প্রত্যন্ত গ্রাম কোরা। সেই গ্রামের বাসিন্দা প্রত্যুষা কোলে, বাবা সুমিত কোলে ও মা পিয়ালী কোলে। তাঁরা বলেন, ব্যারাকপুরের স্বস্তিক অষ্টাঙ্গ অ্যাকাডেমিতে সুদীপ দাস ও শুভশ্রী দাসের কাছে প্রশিক্ষণ নেয় প্রত্যুষা। অনুশীলনের সুবিধার জন্য সে বর্তমানে চন্দননগর উষাঙ্গিনী বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। সর্বপ্রথম শিয়ালীতে প্রাইমারি স্কুলের গ্রাউন্ডে প্র্যাকটিস করতেন প্রত্যুষা। বর্তমানে চন্দনগর ফ্রেঞ্চ ইউনিয়ন ক্লাবে ও ব্যারাকপুরে স্বস্তিক অষ্টাঙ্গ অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
