Leopard: রাত বাড়তেই ঘুরছিল চিতাবাঘ! খাঁচা পাততেই তাজ্জব বনে গেলেন সকলে
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
বাড়ির সামনে পরশু রাতে এক লেপার্ডকে ঘুরে বেড়াতে দেখেছিল এক গৃহস্থ। এরপরেই জলদাপাড়া বন বিভাগে খবর দেন তিনি। গতকাল সন্ধ্যায় খাঁচা পাতেন বন কর্মীরা। তিন ঘন্টা পর কেল্লাফতে।খাঁচাবন্দী হল লেপার্ড।
advertisement
1/5

ফালাকাটা, অনন্যা দে: বাড়ির সামনে পরশু রাতে এক চিতাবাঘকে ঘুরে বেড়াতে দেখেছিল এক গৃহস্থ। এরপরেই জলদাপাড়া বন বিভাগে খবর দেন তিনি। গতকাল সন্ধ্যায় খাঁচা পাতেন বন কর্মীরা। তিন ঘণ্টা পর কেল্লাফতে, খাঁচাবন্দী হল চিতাবাঘ।
advertisement
2/5
ফালাকাটা শহরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। শহরবাসীদের মতে রাত বাড়লেই চিতাবাঘ তারা দেখতে পান। বন বিভাগে তারা অভিযোগ জানাচ্ছিলেন চিতাবাঘ তাঁদের বাড়ির গৃহপালিত পশুদের ক্ষতি করছে। অনেকে চিতাবাঘের ছবি তুলে রেখেছিলেন।
advertisement
3/5
ছবি দেখতেই বনকর্মীরা খাঁচা পাতেন ফালাকাটার খাউচাঁদপাড়া এলাকার একটি বাড়িতে। গতকাল সন্ধ্যায় খাঁচা পেতে চলে যাওয়ার পর, আবার রাতে ফিরতে হয় বন কর্মীদের। চিতাবাঘের গর্জন শুনতে পারছিলেন এলাকাবাসীরা।
advertisement
4/5
বনকর্মীরা খাঁচার সামনে যেতে দেখতে পান লেপার্ডটি খাঁচার ভেতর গর্জন করছে। সেটি বেরোনোর জন্য লাফালাফি করছে। এরপর বন কর্মীরা লেপার্ডটিকে সেখান থেকে নিয়ে যায়।
advertisement
5/5
এলাকাবাসীদের কথায়, লেপার্ড আরও আছে এলাকায়। নাহলে এত তাড়াতাড়ি কোনও লেপার্ড ধরা পরে না। এলাকাবাসীরা চাইছেন, আরও কয়েকটি খাঁচা পাতা হোক এলাকাজুড়ে।