TRENDING:

River Rafting Accident: তিস্তায় রিভার র‍্যাফটিং প্রশিক্ষণে দুর্ঘটনা! তলিয়ে মৃত্যু সেনা জওয়ানের, প্রশ্নের মুখে অ্যাডভেঞ্চার স্পোর্টসের নিরাপত্তা

Last Updated:
Darjeeling River Rafting Accident: খরস্রোতা তিস্তা নদীতে রিভার র‍্যাফটিং প্রশিক্ষণ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। ডুবে মৃত্যু হল এক সেনা জওয়ানের। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রিভার র‍্যাফটিংয়ের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
1/5
তিস্তায় রিভার র‍্যাফটিং প্রশিক্ষণে দুর্ঘটনা! তলিয়ে মৃত্যু সেনা জওয়ানের
খরস্রোতা তিস্তা নদীতে র‍্যাফটিং প্রশিক্ষণ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক সেনা জওয়ানের। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রশিক্ষণের নিরাপত্তা ব্যবস্থা, সেনা ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম রাজ শেখর। তিনি ১৯১ আর্টিলারি রেজিমেন্টের লান্স নায়েক পদমর্যাদার জওয়ান ছিলেন এবং শিলিগুড়ি সংলগ্ন ব্যাংডুবি সেনা ছাউনিতে কর্মরত ছিলেন। আগামী নতুন বছরে অনুষ্ঠিত হতে চলা একটি জাতীয় স্তরের র‍্যাফটিং প্রতিযোগিতার প্রস্তুতির জন্য ইস্টার্ন কমান্ডের সেনা জওয়ানদের প্রশিক্ষণ চলছিল।
advertisement
3/5
রবিবার প্রশিক্ষণ শুরু হয় এবং সোমবার ৩৩ ত্রিশক্তি কোরের ১৬ জন সেনা জওয়ানের একটি দল সিকিমের বারদাং এলাকা থেকে তিস্তা নদীতে র‍্যাফটিং শুরু করে। নজরদারির জন্য সেনার আরেকটি দল ৫৫ নম্বর জাতীয় সড়ক ধরে নদীর পাশ দিয়েই এগোচ্ছিল। র‍্যাফটিংয়ের গন্তব্য ছিল তিস্তা বাজার, কিন্তু তার আগেই বাংলা-সিকিম সীমান্তের তারখোলা এলাকায় ঘটে যায় দুর্ঘটনা।
advertisement
4/5
জানা যায়, তিস্তার জলস্তর কমে যাওয়ায় তারখোলার পুরনো সেতুর ভাঙা অংশ নদীর নীচে উন্মুক্ত হয়ে ছিল। সেই ভাঙা অংশের একটি লোহার রড র‍্যাফটে আটকে যায়। এর জেরেই ভারসাম্য হারিয়ে র‍্যাফট থেকে পড়ে যান রাজ শেখর এবং মুহূর্তের মধ্যেই তিনি প্রবল স্রোতের জলে তলিয়ে যান।
advertisement
5/5
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। অতিরিক্ত র‍্যাফ নামিয়ে দীর্ঘ তল্লাশির পর দেহ উদ্ধার করা সম্ভব হয়। দেহ উদ্ধারের পর জওয়ানকে সিপিআর দেওয়া হলেও কোনও সাড়া মেলেনি। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে সেনা আধিকারিকরা প্রকাশ্যে মন্তব্য না করলেও কালিম্পংয়ের জেলাশাসক কুহুক ভুষণ জানান, তিস্তা নদীতে প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এবং বিষয়টি সেনা কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
River Rafting Accident: তিস্তায় রিভার র‍্যাফটিং প্রশিক্ষণে দুর্ঘটনা! তলিয়ে মৃত্যু সেনা জওয়ানের, প্রশ্নের মুখে অ্যাডভেঞ্চার স্পোর্টসের নিরাপত্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল