মৃত দুই যুবকের নাম কমল রায় ও প্রসেনজিৎ দাস। দু’জনই ব্রজেরকুঠি এলাকার বাসিন্দা। কমল রায়ের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যদিকে, কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে প্রসেনজিতকে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, এদিন বাইকে চেপে কমল ও প্রসেনজিৎ বারবিশার দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে কিছুই দেখতে পারছিলেন না রাস্তায় চলাচলকারীরা। গাড়ির হেড লাইট জ্বালিয়ে চলাচল করছিলেন সকলে।
advertisement
হটাৎ করেই কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালের সামনে একটি সাইকেলের সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। এই ঘটনার পর একটি ভুটভুটির সঙ্গেও বাইকটির সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়েন বাইকে থাকা দুজন।দুর্ঘটনাস্থলেই বাইক চালক কমল রায়ের মৃত্যু হয়। বাইক আরোহী প্রসেনজিতকে আহত অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় সাইকেল চালক আহত হয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কুমারগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। ময়নতদন্তের জন্য তা পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে শীত অনেকটাই বেড়েছে। সকলকে সাবধানে রাস্তায় গাড়ি চলাচল করতে হবে। নির্দিষ্ট গতি মেনে গাড়ি চালাতে হবে। গাড়ি চালাতে অসুবিধা হলে রাস্তার পাশে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে হবে। দৃশ্যমানতা কম থাকলে গাড়ির লাইট জ্বেলে নিতে হবে। সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় গাড়ি চালানোর ক্ষেত্রে। নয়ত বড় বিপদ ঘটে যেতে পারে।






