TRENDING:

Nadia News: যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে মারার অভিযোগ! গ্রেফতার বাবা আর দাদা

Last Updated:

Nadia News: মৃত চন্দন ঘোষের মায়ের দাবি, বেশ কিছুদিন আগেই ঘরে রাখা বাক্সের তালা ভেঙে টাকা চুরি করেছিলেন চন্দন। তার পরেই নাকি তাঁর বাবা নেপাল খুবই রেগে যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট: ছেলেকে পিটিয়ে মারার অভিযোগ বাবা ও বড় ছেলের বিরুদ্ধে। পুলিশের জালে আটক অভিযুক্ত দুজনেই। যদিও পিটিয়ে মারার ঘটনা অস্বীকার করে পরিবারের তরফ থেকে।
advertisement

ঘটনাটি ঘটে নদিয়ার রানাঘাটে। মৃত ব্যক্তির নাম চন্দন ঘোষ। বয়স ৩৮। জানা যায়, মৃত চন্দন ঘোষ রানাঘাট পুরসভার এক নম্বর ওয়ার্ডের সড়কপাড়ায় দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে ভাড়া থাকতেন। ঘটনার দিন তিনি তাঁর নিজের বাড়ি অর্থাৎ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কৃপাময়ী তলার বাড়িতে গিয়েছিলেন। সেই সময় তাঁকে বেধড়ক মারধর করে বাবা ও দাদা। তার পর তিনি ভাড়া বাড়িতে ফিরে এলে রাতে সেখানে মৃত্যু হয়েছে।

advertisement

খবর পায় রানাঘাট থানার পুলিশ। এর পর ঘটনাস্থলে গিয়ে মৃত চন্দন ঘোষের দেহ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। যদিও প্রতিবেশীদের প্রশ্ন করলে অনেকে জানিয়েছেন, মৃত যুবক চন্দন ঘোষ মাঝেমধ্যেই নেশা করতেন। কিন্তু এই ঘটনা যে ঘটবে, তাঁরা কখনও ভাবতেও পারেননি।

আরও পড়ুন: ‘নকল’ আলুতে ছেয়ে যাচ্ছে শহরতলির বাজার ! বিপাকে পড়ছেন সাধারণ মানুষ

advertisement

View More

আরও পড়ুন: জনসংযোগমূলক কাজে জোর বিএসএফের, অস্ত্র প্রদর্শনীর আয়োজন জওয়ানদের

মৃত চন্দন ঘোষের মায়ের দাবি, বেশ কিছুদিন আগেই ঘরে রাখা বাক্সের তালা ভেঙে টাকা চুরি করেছিলেন চন্দন। তার পরেই নাকি তাঁর বাবা নেপাল খুবই রেগে যান। দাবি, চন্দন ফের অসভ্যতা করায় তাঁকে লোহার পাইপ দিয়ে মারধর করে তাঁর বাবা। কিন্তু ছেলের যে এই ভাবে মৃত্যু হবে, তা তাঁরা কখনও স্বপ্নেও ভাবিনি। তবে ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে মারার অভিযোগ! গ্রেফতার বাবা আর দাদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল