Big Fish: একি মাছ না দৈত্য! শান্তিপুরের বাজারে ২৮ কেজির মাছ দেখতে সকাল থেকেই উপচে পড়া ভিড়, দাম শুনলে চমকে উঠবেন!

Last Updated:
Big Fish: নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুর মাছ বাজারে ২৮ কেজি ওজনের একটি দৈত্যাকার ব্ল্যাক কার্প মাছ দেখতে মানুষের উপচে পড়া ভিড়।
1/6
কথাতেই বলে মাছে ভাতে বাঙালি। সকাল বেলা বাজারের ব্যাগ হাতে নিয়ে মাছের বাজারে গিয়ে দরদাম করে মাছের কানকো লাল আছে কিনা না দেখলে বাঙালির আভিজাত্য বজায় থাকে না। আর মাছের বাজারে গিয়ে যদি দৈত্যাকার মাছের সন্ধান পাওয়া যায় তাহলে তো তা থাকবে সবসময় খবরের শিরোনামেই!(তথ্য ও ছবি- মৈনাক দেবনাথ)
কথাতেই বলে মাছে ভাতে বাঙালি। সকাল বেলা বাজারের ব্যাগ হাতে নিয়ে মাছের বাজারে গিয়ে দরদাম করে মাছের কানকো লাল আছে কিনা না দেখলে বাঙালির আভিজাত্য বজায় থাকে না। আর মাছের বাজারে গিয়ে যদি দৈত্যাকার মাছের সন্ধান পাওয়া যায় তাহলে তো তা থাকবে সবসময় খবরের শিরোনামেই!(তথ্য ও ছবি- মৈনাক দেবনাথ)
advertisement
2/6
ঠিক তেমনই শান্তিপুরের নৃসিংহপুরে ২৮ কেজির ব্ল্যাক কার্প মাছ, দেখতে ভিড় উপচে পড়ল বাজারে। নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর মাছ বাজারে বৃহস্পতিবার সকালে বিরল দৃশ্য এক নজর দেখতে মানুষের ঢল।
ঠিক তেমনই শান্তিপুরের নৃসিংহপুরে ২৮ কেজির ব্ল্যাক কার্প মাছ, দেখতে ভিড় উপচে পড়ল বাজারে। নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর মাছ বাজারে বৃহস্পতিবার সকালে বিরল দৃশ্য এক নজর দেখতে মানুষের ঢল।
advertisement
3/6
কারণ, বাজারে উঠেছে বিরল প্রজাতির ২৮ কেজি ওজনের ব্ল্যাক ক্যাপ মাছ। সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় জমে গেছে শুধু মাছ কিনতেই নয়, এমন বিশাল মাছ দেখার জন্যও।
কারণ, বাজারে উঠেছে বিরল প্রজাতির ২৮ কেজি ওজনের ব্ল্যাক ক্যাপ মাছ। সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় জমে গেছে শুধু মাছ কিনতেই নয়, এমন বিশাল মাছ দেখার জন্যও।
advertisement
4/6
মাছ ব্যবসায়ী পঙ্কজ রায় জানান, এই ব্ল্যাক ক্যাপ মাছটি ধরা পড়ে নৃসিংহপুরের ভাগীরথী নদীতে। স্থানীয় মৎস্যজীবী যাদব বর্মনের জালে আটকা পড়ে মাছটি। পরে পঙ্কজবাবু যাদব বর্মনের কাছ থেকে পাইকারি দরে প্রতি কেজি ৩০০ টাকায় মাছটি কেনেন। তিনি জানিয়েছেন, খুচরো দরে প্রতি কেজি ৫০০ টাকায় বিক্রি করবেন তিনি।
মাছ ব্যবসায়ী পঙ্কজ রায় জানান, এই ব্ল্যাক ক্যাপ মাছটি ধরা পড়ে নৃসিংহপুরের ভাগীরথী নদীতে। স্থানীয় মৎস্যজীবী যাদব বর্মনের জালে আটকা পড়ে মাছটি। পরে পঙ্কজবাবু যাদব বর্মনের কাছ থেকে পাইকারি দরে প্রতি কেজি ৩০০ টাকায় মাছটি কেনেন। তিনি জানিয়েছেন, খুচরো দরে প্রতি কেজি ৫০০ টাকায় বিক্রি করবেন তিনি।
advertisement
5/6
এত বড় ব্ল্যাক ক্যাপ মাছ বাজারে আসায় সকাল থেকেই ভিড় সামলানো দায় হয়ে পড়েছে। অনেকেই শুধু ছবি তুলতে এবং ভিডিও করতে এসেছেন। মাছ ব্যবসায়ীর দাবি, আগেও এরকম বড় মাছ বাজারে এসেছে, তবে এই সময়ে এমন মাছ পাওয়া বিরল।
এত বড় ব্ল্যাক ক্যাপ মাছ বাজারে আসায় সকাল থেকেই ভিড় সামলানো দায় হয়ে পড়েছে। অনেকেই শুধু ছবি তুলতে এবং ভিডিও করতে এসেছেন। মাছ ব্যবসায়ীর দাবি, আগেও এরকম বড় মাছ বাজারে এসেছে, তবে এই সময়ে এমন মাছ পাওয়া বিরল।
advertisement
6/6
পঙ্কজ রায়ের আশা, এই বিশাল মাছের কারণে আজকের ব্যবসা ভালই হবে। স্থানীয়দের কথায়, “এত বড় মাছ বহুদিন পর দেখা গেল। শুধু মাছ কেনা নয়, দেখাটাই এক অভিজ্ঞতা।”(তথ্য ও ছবি- মৈনাক দেবনাথ)
পঙ্কজ রায়ের আশা, এই বিশাল মাছের কারণে আজকের ব্যবসা ভালই হবে। স্থানীয়দের কথায়, “এত বড় মাছ বহুদিন পর দেখা গেল। শুধু মাছ কেনা নয়, দেখাটাই এক অভিজ্ঞতা।”(তথ্য ও ছবি- মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement