বিভিন্ন পরিসংখ্যান বলছে, উন্নত বিশ্বের দেশগুলির সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে ভারতে। এদেশে গঙ্গা সহ বিভিন্ন নদী ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। খুব দ্রুত জলবায়ু বদলে যাচ্ছে। ক্রমশই উষ্ণতা বাড়ছে ভারতের বিভিন্ন শহরে। গাছের সংখ্যা ভয়াবহভাবে কমে গিয়ে তার জায়গায় গড়ে উঠছে বড় বড় অট্টালিকা। উন্নয়নের নামে নির্বিচারে বৃক্ষ নিধন চলছে। কিন্তু আক্ষেপের বিষয়, বিশেষজ্ঞরা বারবার সতর্কবার্তা দিলেও এদেশের মূল স্রোতের রাজনৈতিক দলগুলির মধ্যে ভোট ব্যাঙ্ক হারানোর ভয়ে পরিবেশ রক্ষার ইস্যুগুলিকে তুলে ধরতে যেন অনীহা আছে। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে এই পরিবেশ রক্ষা ইস্যুতেই অভূতপূর্ব ঘটনা ঘটল নদিয়ায়।
advertisement
বৃহস্পতিবার বাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন ছিল। আর এদিন নদিয়া জেলা পরিষদের ২৪ নম্বর আসনের জন্য কৃষ্ণনগর মহকুমাশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন জমা দিলেন প্রান্তিক চাষি তারক ঘোষ। তিনি জলঙ্গি নদী সমাজ নামে একটি পরিবেশপ্রেমী সংগঠনের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়েছেন। মনোনয়ন জমা দেওয়ার পর তারকবাবু জানান, নদী ও পরিবেশ বাঁচাতেই তাঁর ভোটের লড়া। যারা পরিবেশকে বাঁচাতে চায়, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চায় পঞ্চায়েত নির্বাচনে সেই সমস্ত মানুষের সমর্থন তিনি পাবেন বলে আশাবাদী।
নির্দল প্রার্থী তারক ঘোষের বাড়ি বাহাদুরপুর পঞ্চায়েতের মায়াকোল গ্রামে। তিনি প্রতীক হিসেবে নদী বা সাঁতার কাটা চিহ্নের মধ্যে যেকোনও একটি চেয়েছেন নির্বাচন কমিশনের কাছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী দাঁড় করানো প্রসঙ্গে জলঙ্গি নদী সমাজের পক্ষ থেকে বলা হয়, আমরা কোনও রাজনৈতিক দল নই। পরিবেশকে রক্ষা করতেই আমাদের লড়াই। আগামী প্রজন্মের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আর সেই কারণেই নির্বাচনে প্রার্থী দেওয়া। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়াকে রাষ্ট্রের কাছে বার্তা দেওয়া বলে মনে করছে পরিবেশপ্রেমী সংগঠনটি। তাঁদের দাবি, জেলা পরিষদের প্রার্থী হিসেবে তারক ঘোষের সমর্থনে অন্তত ১০০ টি গ্রামে প্রচার করবেন। কলকাতা সহ রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও সহযোগী পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা এসে প্রচার প্রক্রিয়ায় অংশ নেবেন। এর মাধ্যমে সাধারণ মানুষ যেমন পরিবেশ রক্ষার বিষয়ে আরও সচেতন হবেন, তেমনই মূল স্রোতের রাজনৈতিক দলগুলির উপর পরিবেশ রক্ষাকে ইস্যু করার জন্য চাপ বাড়বে।
এখন দেখার পরিবেশ রক্ষাকে হাতিয়ার করে পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানো তারক ঘোষ শেষ পর্যন্ত ভোট বাক্সে বাজিমাত করতে পারেন কিনা। তিনি যদি জয়ী হন তবে নিঃসন্দেহে এই জয় বাংলা তথা ভারতীয় রাজনীতিতে গেম চেঞ্জার হবে। কারণ তরুণ প্রজন্মের একটা বড় অংশ পরিবেশ নিয়ে ভালো মতো স্পর্শকাতর।
মৈনাক দেবনাথ