Panchayat Election 2023: প্রথম দিন তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তাল হয়েছিল বড়শুল, শেষ দিন সেখানেই বিজেপিকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা শাসকের

Last Updated:

বিরোধী বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থীরা গোটা বিষয়টি তদারকি করলেন বিধায়ক নিশীথ মালিক।

+
title=

পূর্ব বর্ধমান: ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার প্রথম দিন তৃণমূলের সঙ্গে সিপিএমের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বড়শুল। দু’পক্ষের কর্মী সমর্থকরা ব্যাপক মারামারিতে জড়িয়ে পড়ে। শাসকদলের বিরুদ্ধে প্রথম আক্রমণের অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেছিল সিপিএম। এই সংঘর্ষের জেরে উড়ে আসা ইটের আঘাতে মাথা ফাটে এক পুলিশ অফিসারের। বৃহস্পতিবার সেই বড়শুলে দেখা গেল সম্পূর্ণ উল্টো দৃশ্য। বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থীরা গোটা বিষয়টি তদারকি করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক নিশীথ মালিক।
মনোনয়ন জমায় প্রথম দিন‌ই পূর্ব বর্ধমানের বড়শুলের ঘটনা পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজনীতির সুরকে সপ্তমী বেঁধে দিয়েছিল। সেই ঘটনার ব্যাপক সমালোচনা হয়েছিল বিরোধী শিবির থেকে। পরের দিন আবার অবাক করা দৃশ্য দেখা গিয়েছিল। সিপিএম নেতার সামনে হাত জড়ো করে ক্ষমা চাইছেন তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। তাঁর বক্তব্য ছিল, ভুল বোঝাবুঝি থেকে এই সংঘর্ষ ঘটেছে। তিনি ঘটনাস্থলে হাজির থাকলে কখন‌ওই এমনটা হতো না। পরের দিন বড়শুলে মনোনয়ন জমা দেওয়ায় কোন‌ও বাধা পায়নি সিপিএম।
advertisement
advertisement
তবে বৃহস্পতিবার মনোনয়ন জমার শেষ দিন বড়শুলে আরো চমকে দেওয়া দৃশ্য দেখা গেল বিরোধী বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থীরা গোটা বিষয়টি তদারকি করলেন বিধায়ক নিশীথ মালিক। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, আজ বিজেপি নমিনেশন জমা দিতে এসেছিল। আমরা যত্ন করে ওদের মনোনয়ন জমার ব্যবস্থা করে দিয়েছি। কোনরকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
advertisement
বিধায়ক শান্তির কথা বললেও বড়শুলের এই দৃশ্য দেখে কিছুটা হলেও চমকে গিয়েছে রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Panchayat Election 2023: প্রথম দিন তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তাল হয়েছিল বড়শুল, শেষ দিন সেখানেই বিজেপিকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা শাসকের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement