কোন দেবীর নামে এলাকার নাম জয়নগর?

কনকচুর ধানের খইয়ের সঙ্গে  নলেন গুড়ের পাক মিশিয়ে মোয়া তৈরি৷ আর এই মোয়া জন্যই দেশ বিদেশে  জয়নগরের খ্যাতি

কিন্ত জানেন কি এই এলাকার নাম জয়নগর কেন?

ইতিহাসে প্রসিদ্ধ জয়নগরের কূলদেবী হলেন জয়চণ্ডী। গবেষকদের কেউ কেউ বলেন, দেবীর নামেই জয়নগর নামটির উৎপত্তি

এক সময় আদি গঙ্গা এখন থেকেই প্রবাহিত ছিল। শ্রীচৈতন্যদেব আদিগঙ্গার তীর ধরে চক্রতীর্থ ভ্রমণ করে জয়নগর হয়ে শ্রীক্ষেত্র পুরীধামে গমন করেন 

স্থানীয় জমিদারকে স্বপ্নাদেশে দেবী খড়ের চালে মন্দির করে তাঁকে প্রতিষ্ঠা করার নির্দেশ দেন

আরও এক গল্প কথিত আছে যে এক ব্রাক্ষ্মণকে দেবী স্বপ্নাদেশ দেন পুকুরের মধ্যে থেকে তাঁকে তুলে পুজো করার

প্রথমে মন্দির ছিল খড়ের চলের কুড়ে ঘরে, উদ্ধার করা সেই মূর্তির পাশে নব নির্মিত মূর্তি তৈরি করা হয়

সেই থেকেই জয়নগরের নাম

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন