কিন্তু তাতেও কোনো ফল হয়নি বলে জানান তিনি। অভিযোগ গত দু'মাসে সাতবার দুষ্কৃতীরা স্কুলে ঢুকে চাল চুরি করে। শিক্ষিকার অনুমান তালা না ভেঙে চাবি নকল করে দুষ্কৃতীরা এই কর্ম করছে। পরিস্থিতি বেগতিক দেখে গোটা প্রাইমারি স্কুল জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেন স্কুল কর্তৃপক্ষ, এরপর সেই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে দুজন দুষ্কৃতী স্কুল থেকে চাল চুরি করছে।
advertisement
আরও পড়ুনঃ রানাঘাট হাসপাতালে কিভাবে পালিত হল ন্যাশনাল ডক্টরস ডে! জানুন...
এর পরেই ঐ শিক্ষিকা থানার দারস্ত হন। থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সাথে সেই সিসিটিভি ফুটেজ দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। এর পরেই রানাঘাট থানার পুলিশ শনিবার ভোরবেলা আনুমানিক তিনটে নাগাদ স্কুল সংলগ্ন এলাকায় দুইজন দুষ্কৃতীকে আটক করেন। ধৃতদের নাম সৌমেন সাউ বয়স আনুমানিক ২৩, খোকন সাউ বয়স আনুমানিক ১৮ বছর।
আরও পড়ুনঃ তাঁত প্রধান শান্তিপুরে তাঁতের কাঠেই তৈরি হয়েছিল রথ! জানুন...
পুলিশের প্রাথমিক অনুমান নেশার টাকা জোগাড় করতেই তারা স্কুলে ঢুকে চাল চুরি করে। শনিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে থাকা নির্দেশ দেন। পুলিশের এই তৎপরতার সাথে দুষ্কৃতীদের ধরার জন্যে স্কুলের শিক্ষিকা রানাঘাট থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
Mainak Debnath