স্ত্রীর চিকিৎসার জন্য ছেলের কাছে টাকা চাইতে গেলে বাবা ও বোনকে বেধড়ক মারধর ছেলের বলে অভিযোগ পরিবারের। ছেলের শাস্তি চেয়ে থানার দারস্থ আক্রান্ত বাবা ও মেয়ে। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার বাগআঁচড়া কুলে সাহাপাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা, মধুসূদন মল্লিকের অভিযোগ, শনিবার সকাল ১০ টা নাগাদ স্ত্রীর অসুস্থতার কারণে তারা একমাত্র ছেলের কাছে চিকিৎসার জন্য টাকা চাইতে গিয়েছিলেন।
advertisement
আরও পড়ুনঃ স্কুল শিক্ষিকার তৎপরতায় ধরা পড়ল চাল চোর!
টাকা চাওয়া মাত্রই রুখে দাঁড়ায় ছেলে, এরপর তার সাথে অভদ্র ব্যবহার করে। অভিযোগ, বাবা মধুসূদন দত্ত প্রতিবাদ করলে আচমকায় ছেলে বেধারক মারধর শুরু করে, মেয়ে ঠেকাতে গেলে মেয়েকেও বেধড়ক মারধর করে ছেলে। বেধড়ক মারধর করায় দুজনেরই শরীরের বিভিন্ন অংশে গুরুতর ক্ষত হয়।
আরও পড়ুনঃ রানাঘাট হাসপাতালে কিভাবে পালিত হল ন্যাশনাল ডক্টরস ডে! জানুন...
এই ঘটনায় শনিবার শান্তিপুর থানার দারস্ত হয় আক্রান্ত বাবা ও মেয়ে, এছাড়াও অভিযুক্ত ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বাবা মধুসূদন মল্লিক। যদিও অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
Mainak Debnath